আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্স টাটা আইপিএল ২০২৫-এর আগে ট্রফি টুর্নের ঘোষণা করল

আজকাল ওয়েবডেস্ক: গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। উদযাপনের অংশ হিসেবে কেকেআর দেশের একাধিক শহরে ঘুরবে। 

 কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজি নিজের শহরের বাইরে উদযাপনের জন্য যাচ্ছে, এটা এই প্রথমবার হতে চলেছে। এমন উদ্যোগের লক্ষ্য একটাই। তা হল সারা দেশের কেকেআর সমর্থকদের ট্রফির সঙ্গে পরিচিত করানো এবং প্রিয় দলের সাফল্য খুব সামনে থেকে দেখা। 

 ১৪ ফেব্রুয়ারি গুয়াহাটি থেকে শুরু করে ১২ ও ১৬ মার্চ কলকাতা ফেরার আগে ৯টি শহরে ঘুরবে। গুয়াহাটি, ভুবনেশ্বর, জামশেদপুর, রাঁচি, গ্যাংটক, শিলিগুড়ি, পাটনা, দুর্গাপুর এবং কলকাতার বিভিন্ন অঞ্চল ঘুরবে। 

যে সব সমর্থকরা বছরের পর বছর দলকে সমর্থন করে গিয়েছেন, তাঁদের জন্যই মূলত এই উদ্যোগ। 

ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন থিম গেমে অংশগ্রহণ করার সুযোগ পাবেন সমর্থকরা। প্রতিটি দর্শক চমৎকার পুরস্কার জেতার এবং বিশেষ উপহার বাড়ি নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। 

কোথায় কোথায় যাবে কেকেআর--

১৪ ফেব্রুয়ারি: গুয়াহাটি, সিটি সেন্টার মল
১৬ ফেব্রুয়ারি: ভুবনেশ্বর, নেক্সাস এসপ্ল্যানেড মল
২১ ফেব্রুয়ারি: জামশেদপুর, পি অ্যান্ড এম হাই টেক মল
২৩ ফেব্রুয়ারি: রাঁচি, জেডি হাই স্ট্রিট মল
২৮ ফেব্রুয়ারি: গ্যাংটক, ওয়েস্ট পয়েন্ট মল
২ মার্চ: শিলিগুড়ি, সিটি সেন্টার মল
৭ মার্চ: পাটনা, সিটি সেন্টার মল
৯ মার্চ: দুর্গাপুর, জংশন মল
১২ মার্চ: কলকাতা, সিটি সেন্টার মল
১৬ মার্চ: কলকাতা, সাউথ সিটি মল