আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মেগা নিলামের আগে ঘর গোছাতে শুরু করেছে সমস্ত ফ্র্যাঞ্চাইজি। রিটেনশনের নিয়মকানুন আগেই জানিয়ে দিয়েছে বোর্ড। কবে হবে নিলাম? এবার মেগা নিলামের দিনক্ষণ নিয়ে বড় আপডেট পাওয়া গেল। জানা গিয়েছে, ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট চলাকালীন হতে পারে আইপিএলের মেগা নিলাম। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, নিলামের প্রস্তাবিত তারিখ সমস্যায় ফেলেছে বিসিসিআইকে। কারণ তখন অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট চলবে। সেই নিয়ে বোর্ডের পাশাপাশি সমস্যায় পড়েছে সম্প্রচারকারী চ্যানেলও। রিপোর্টে জানানো হয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে মেগা নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। 

নিলামের প্রস্তাবিত তারিখ ২৪ এবং ২৫ নভেম্বর। ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় এবং চতুর্থ দিনের সঙ্গে ক্ল্যাশ করছে আইপিএলের নিলাম। টেস্ট সিরিজ এবং আইপিএল নিলামের সম্প্রচার স্বত্ব রয়েছে ডিজনি স্টার নেটওয়ার্কর কাছে। তাই সমস্যায় পড়েছে সম্প্রচারকারী চ্যানেল। তবে ভারত এবং অস্ট্রেলিয়ার সময়ের পার্থক্যের জন্য দুটো ইভেন্টের সময় মিলবে না। বোর্ডের কয়েকজন কর্তা ইতিমধ্যেই সৌদি আরবের রিয়াদে পৌঁছে গিয়েছে। বাকিরা চলতি সপ্তাহে যাবে। প্রথমে লন্ডন, সিঙ্গাপুর, দুবাই, ভিয়েনা নিয়ে কথা হলেও শেষপর্যন্ত সৌদি আরবের রিয়াদ বা জেড্ডায় হবে আইপিএলের নিলাম। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা ভারতে নিলাম চাইলেও, তার সম্ভাবনা আর নেই। যার বলে তারিখ নির্দিষ্ট করার জন্য বোর্ডের ওপর চাপ সৃষ্টি করে ফ্র্যাঞ্চাইজিরা। যাতে সুষ্ঠুভাবে যাতায়াতের ব্যবস্থা আয়োজন করা যায়।