আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএলের মিনি নিলাম আজ মঙ্গলবার। আবুধাবিতে হবে নিলাম। ভারতীয় সময় দুপুর আড়াইটে থেকে নিলাম সরাসরি দেখা যাবে টিভিতে।


তবে নিলামের আগেই জানা গেল ২০২৬ আইপিএল শুরুর সম্ভাব্য দিন। সূত্রের খবর, ২৬ মার্চ শুরু হতে পারে আইপিএল। ৮ মার্চ শেষ হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। এক ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইট জানিয়েছে, ২৬ মার্চ থেকে শুরু হতে পারে ২০২৬ সালের আইপিএল। ফাইনাল হবে ৩১ মে। এর অর্থ দু’‌মাসেরও বেশি সময় ধরে চলবে আইপিএল।


তবে দিন এখনও চূড়ান্ত নয়। সম্ভাব্যই। কারণ বিসিসিআই সরকারিভাবে দিন ঘোষণা করবে। আইপিএলের উদ্বোধনী ম্যাচ কোথায় হবে তা অবশ্য জানা যায়নি। তবে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়ন দলের হোম গ্রাউন্ডেই হয় উদ্বোধনী ম্যাচ। সেই অনুযায়ী চিন্নাস্বামীতে উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা। কিন্তু পদপিষ্ট কাণ্ডের পর চিন্নাস্বামীতে ম্যাচ দেওয়া নিয়ে সংশয় থাকছে। প্লে–অফ ও ফাইনালের ভেন্যু এখনও ঠিক হয়নি। 
তবে সম্প্রতি জানা গিয়েছে, শর্তসাপেক্ষে চিন্নাস্বামীতে আইপিএলের ম্যাচ হবে। কিন্তু উদ্বোধনে তারকা সমাবেশ হয়। ফলে নিরাপত্তাও বেশি থাকে। বেঙ্গালুরুতে উদ্বোধন হলে যাতে আবার কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। যদিও এখনও পর্যন্ত অবশ্য আইপিএলের সূচি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কিছু বলেনি।

এদিকে, নিলামের ২৪ ঘণ্টা আগে নিলামের তালিকায় আরও ১৯ জন ক্রিকেটার যুক্ত করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আচমকা এই সংযোজনের ফলে নিলামে অংশগ্রহণকারী মোট ক্রিকেটারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬৯ জনে। মঙ্গলবার আবুধাবির এথিহাড এরিনায় শুরু হতে চলেছে এই নিলাম। ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিলামের এত কাছাকাছি সময়ে এত বড় সংখ্যক খেলোয়াড়ের নতুন করে তালিকাভুক্ত হওয়াকে নজিরবিহীন বলেই অভিহিত করেছেন ফ্র্যাঞ্চাইজি ও বিসিসিআই কর্তারা। 

নতুন সংযোজনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম বাংলা দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। ৩০ লক্ষ টাকা বেস প্রাইসে নিলামের তালিকায় স্থান পেয়েছেন তিনি। বিদেশি ক্রিকেটারদের মধ্যেও একাধিক নাম শেষ মুহূর্তে যুক্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক–ব্যাটার কাইল ভারানে নিলামে উঠছেন ১ কোটি ২৫ লক্ষ টাকা বেস প্রাইসে। তাঁরই সতীর্থ অলরাউন্ডার ইথান বোশের বেস প্রাইস ৭৫ লক্ষ টাকা। জিম্বাবোয়ের লম্বা ও গতিময় পেসার ব্লেসিং মুজারাবানির নামও নথিভুক্ত করা হয়েছে ৭৫ লক্ষ টাকায়।