আজকাল ওয়েবডেস্ক:‌ ২৫ কোটি ২০ লক্ষ টাকা। অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিলামে তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। যদিও নিলামে ব্যাটার হিসেবে নাম লিখিয়েছিলেন অজি ক্রিকেটার। নিলামের শুরু থেকেই রাজস্থান রয়্যালসের সঙ্গে লড়াই চলছিল কেকেআরের। কিন্তু ১৬ কোটি অবধি যাওয়ার পরেই লড়াই থেকে সরে যায় রাজস্থান। এরপর লড়াইয়ে ঢোকে চেন্নাই। তারাও টক্কর দিচ্ছিল জোর। কিন্তু শেষ অবধি নিলামের টেবিলে টেক্কা দিলেন ভেঙ্কি মাইসোররা। 


জানাই ছিল যে কেকেআরের অন্যতম টার্গেট এবার গ্রিন। বিশেষ করে আন্দ্রে রাসেল আইপিএল থেকে অবসর নেওয়ার পর একজন অলরাউন্ডার কাম ফিনিশার খুঁজছিল কেকেআর। আর গ্রিনকে তুলে সেই লক্ষ্যে সফল তারা।


আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হলেন গ্রিন। এর আগে সবচেয়ে দামি ছিলেন মিচেল স্টার্ক। ২০২৪ এর নিলামে কেকেআরই ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনেছিল অজি পেসারকে। আর ২০২৬ এর মিনি নিলামে কেকেআর তুলে নিল অজি অলরাউন্ডার গ্রিনকে। 


আর আইপিএলের ইতিহাসে ক্যামেরন গ্রিন সবথেকে দামি ক্রিকেটারদের তালিকায় তৃতীয় স্থানে। প্রথমে রয়েছেন ঋষভ পন্থ (‌২৭ কোটি)‌। তারপর শ্রেয়স আইয়ার। তারপরেই নাম উঠল গ্রিনের।


আইপিএলে এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছেন গ্রিন। আইপিএলে এখনও অবধি ২৯ ম্যাচে ৭০৭ রান করেছেন গ্রিন। উইকেট ১৬টি। 

এদিকে, কেকেআরের ছেড়ে দেওয়া ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ারকে ৭ কোটিতে দলে নিল গতবারের চ্যাম্পিয়ন আরসিবি। গতবার কলকাতায় তিনি ছিলেন ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায়। সেখান থেকে একেবারে নেমে এলেন ৭ কোটিতে। 


নিলামে আইয়ারকে নিয়ে যুদ্ধ শুরু করেছিল লখনউ সুপার জায়ান্টস। পরে আরসিবি ও কলকাতা আইয়ারকে নিয়ে যুদ্ধ শুরু করে। 


কলকাতা চাইছিল ভেঙ্কটেশ আইয়ারকে। কিন্তু তা আর হল না। গ্রিনকে কেনার পর কেকেআরও আর মরিয়া চেষ্টা করেনি। তবে ১৮ কোটিতে কিনে নিয়েছে শ্রীলঙ্কান পেসার মাথিসা পাথিরানাকে। 


নিলামে তাঁর নাম উঠতেই প্রথমে আগ্রহ দেখায়নি কেকেআর। প্রথমে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টসের মধ্যে লড়াই চলছিল। ১৩ কোটি দাম উঠতেই সরে দাঁড়ায় চেন্নাই। ১৬ কোটি দাম ওঠার পরে সরে দাঁড়ায় দিল্লি। আসরে নামে কেকেআর। শেষ পর্যন্ত ১৮ কোটিতে মাথিসা পাথিরানাকে কিনল শাহরুখ খানের দল।