আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার তিনি। মেগা নিলামে তিনিই সবথেকে দামি ক্রিকেটার। ২৭ কোটি টাকার বিনিময়ে ঋষভ পন্থকে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস। কিন্তু এবারের মেগা ইভেন্টে তিনি ডাহা ফেল। ১২ টি ম্যাচে তাঁর ঝুলিতে মাত্র ১৩৫ রান।

ব্যর্থ পন্থের সমস্যা মাত্র পাঁচ মিনিটেই শুধরে দিতেন বলে জানিয়েছেন যোগরাজ সিং। আইএএনএস-কে যুবির বাবা বলেছেন, ''ঋষভ পন্থের সমস্যা পাঁচ মিনিটেই সমাধান করা সম্ভব। ওর মাথাটাই তো স্থির থাকে না। বাঁ কাঁধ খুলে যাচ্ছে। সামান্য কিছু পরিবর্তন আনা হলে নিজের সেরা ছন্দ ফিরে পাবে পন্থ।''  

পন্থের ব্যাট থেকে রান দেখতে চাইছেন নির্বাচকরা। কারণ ইংল্যান্ড সিরিজে পন্থ গুরুত্বপূর্ণ সদস্য হতে চলেছেন। এদিকে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১০ বল বাকি থাকতে ৬ উইকেটে লখনউ হারের পরে ফের সঞ্জীব গোয়েঙ্কা ও ঋষভ পন্থের সম্পর্ক নিয়ে আলোচনা হয়। সেই ম্যাচে সব নজর কেড়ে নিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। এসহান মালিঙ্গার ইয়র্কারে ঠকে গিয়ে পন্থ আউট হওয়ার পরই সঞ্জীব গোয়েঙ্কাকে উঠে যেতে দেখা যায়। তা নিয়ে প্রবল চর্চা হয়। কিন্তু পন্থের লাগাতার ব্যর্থতা কিন্তু নির্বাচকদের কাছেও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।