আজকাল ওয়েবডেস্ক: উপেক্ষিতদের জবাব দেওয়ার বছর ২০২৫। এভাবেও চলতি বছরকে দেখা যেতে পারে। বছর এখনও ঘোরেনি। তার মধ্যেই কিন্তু উপেক্ষিত, বঞ্চিতরা চ্যাম্পিয়ন হয়ে দেখিয়ে দিয়েছে, এই বছরটা তাদেরই। খেলার দুনিয়ায় পিছিয়ে পড়াদের এই  উত্থান দেখার পরে ভক্তরা মনে করছেন এবার হয়তো কাপ হাতে তুলবেন বিরাট কোহলিই।  

প্রতিবার প্যারিস সাঁ জাঁ শক্তিশালী দল গড়ে, বিপুল অর্থ খরচ করে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলতে পারে না। এবার লুইস এনরিকে সেই খরা কাটিয়েছেন। ফাইনালে ইন্টার মিলানকে বিধ্বস্ত করে ট্রফি জিতেছে পিএসজি। 

ইংল্যান্ডের তারকা হ্যারি কেনের খেতাব জয়ের আক্ষেপও ঘুঁচল। বড় কোনও মেজর ট্রফি এতদিন ছিল না কেনের। বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেশলিগা জিতে হ্যারি কেন সেই আক্ষেপ ঘোঁচালেন এবার। টোটেনহ্যাম হটস্পার এবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে মাটি ধরিয়ে ইউরোপা লিগ জিতেছে।

ইতিমধ্যেই এমন সব কীর্তি ঘটে গিয়েছে বিশ্বের ক্রীড়ামহলে। শুধু ফুটবল নয়,  ক্রিকেটে হোবার্ট হ্যারিকেন্স প্রথম বার বিগ ব্যাশ জিতেছে। ৫১ বছর পর ইতালিয়ান কাপ জিতেছে বোলোনিয়া। ১১৯ বছরের ইতিহাসে প্রথম বারের মতো ক্রিস্টাল প্যালেস জিতেছে এফএ কাপ!

চলতি বছর কিন্তু উপেক্ষিতদেরই জয়জয়কার দেখেছে খেলার দুনিয়া। বেঙ্গালুরুও কি সেই তালিকায় এবার নাম লেখাবে?