আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে পরোক্ষে সমালোচনা করেছিলেন ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর।
কোহলি কিছু না বললেও মঞ্জরেকরকে বিরাট জবাব দিলেন কোহলির দাদা বিকাশ।
চলতি আইপিএলে দেখা যাচ্ছে, তরুণ প্রজন্মের ব্যাটাররা ঝোড়ো ব্যাটিং করছেন। তাঁদের স্ট্রাইক রেটের প্রশংসা করেন মঞ্জরেকর।
চলতি মাসের গোড়ার দিকে স্ট্রাইক রেট বেশি সম্পন্ন ব্যাটারদের একটা তালিকা প্রকাশ করেছিলেন মঞ্জরেকর। কেকেআর বনাম পাঞ্জাব ম্যাচের পরে মঞ্জরেকর প্রশংসা করেন প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিংকে।
দেশের প্রাক্তন ক্রিকেটার মন্তব্য করেন, চলতি আইপিএলে তরুণ প্রজন্ম অপেক্ষাকৃত বড় নামদের পিছনে ফেলে দিচ্ছেন।

মঞ্জরেকর লিখেছেন, ''গত রাতে প্রিয়াংশ আর্য ৬৯(৩৫), প্রভসিমরন ৮৩(৪৯) কেকেআরের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস খেলে। আরও একবার প্রমাণিত হল তরুণ ব্যাটাররা আগের প্রজন্মের বড় ব্যাটারদের ছাপিয়ে গিয়েছে। টি-টোয়েন্টি ওদেরই খেলা।''
বিরাটের দাদা বিকাশ দেশের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরকে জবাব দিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ''মিস্টার সঞ্জয় মঞ্জরেকর, কেরিয়ার ওয়ানডে স্ট্রাইক রেট ৬৪:৩১। দুশোর বেশি স্ট্রাইক রেট বিশিষ্ট ব্যাটারদের সম্পর্কে বলা খুব সহজ।''
চলতি আইপিএলে কোহলি দারুণ ছন্দে রয়েছেন। ১০টি ম্যাচে ৪৪৩ রান করেছেন তিনি।
