আজকাল ওয়েবডেস্ক: বিশ্বরেকর্ড গড়া শতরানের পরে ফোন বন্ধ ছিল। ওই সময়ে কম করে পাঁচশোর বেশি কল এসেছিল বৈভব সূর্যবংশীর ফোনে। এ কথা জানিয়েছেন স্বয়ং বৈভব। 

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ১১ ছক্কায় ৩৮ বলে ১০১ রানের ইনিংস উপহার দেন তিনি।

৩৫ বলে শতরান করে আইপিএলের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেন বৈভব। মঙ্গলবারের চেন্নাই ম্যাচের পর রাজস্থান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে নিজের প্রস্তুতি নিয়ে কথা বলেন সূর্যবংশী। তিনি বলেন, ''আমি ৩-৪ বছর ধরে প্রস্তুতি নিচ্ছি এবং এর ফলাফলও দেখতে পেয়েছি। পাঁচশোর বেশি মিসড কল পেয়েছিলাম। কিন্তু আমি ফোন বন্ধ করে রেখেছিলাম। সেঞ্চুরির পর অনেকে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছিল। কিন্তু আমার এসব ভাল লাগে না। ২-৪ দিন ফোন বন্ধ রেখেছিলাম।'' 
রাজস্থান রয়্যালসের দৌড় শেষ আইপিএলে। বৈভব সূর্যবংশী কিন্তু রীতিমতো নজর কেড়ে নিলেন।