স্ত্রীর নির্দেশেই অন্য মহিলার শরীরে নিজের কাম 'ক্ষুধা' মেটাচ্ছে স্বামী! সেই দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করল স্ত্রী....
নিজস্ব সংবাদদাতা
১০ ডিসেম্বর ২০২৫ ১৮ : ৫০
শেয়ার করুন
1
7
স্ত্রী'র সামনেই মহিলাকে ধর্ষণ স্বামীর! সেই ঘটনা আবার তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে রেকর্ড করল স্ত্রী! ওড়িশার বালেশ্বর জেলার কাসাফল গ্রামে এমনই নৃশংস ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত গণেশ রানা তার স্ত্রীকে সঙ্গে নিয়ে পুরো ঘটনাটি মোবাইলে রেকর্ড করে। পরে সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে বারবার শারীরিক সম্পর্ক করতে চাপ দেওয়া হয়।
2
7
অভিযোগে বলা হয়েছে, ২৮ নভেম্বর চাল গুঁড়ো করার অছিলায় নির্যাতিতা মহিলাকে বাড়িতে ডাকে গণেশ রানা। তার স্ত্রীও তখন বাড়িতে উপস্থিত ছিল। স্ত্রী নাকি মহিলাকে জোর করে গণেশের সঙ্গে যৌনতার নির্দেশ দেয়। অভিযোগ, পালাতে গেলে দম্পতি মহিলাকে আটকে রাখে।
3
7
মহিলার দাবি, ধর্ষণের সময় গণেশের স্ত্রী মোবাইলে পুরো ঘটনাটি রেকর্ড করেন। এরপর সেই ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে বারবার শারীরিক সম্পর্ক চালিয়ে যেতে বাধ্য করা হয়। ভয় এবং লজ্জার কারণে তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে পারেননি।
4
7
এরপরে ওই মহিলা লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগ, পুলিশ প্রথমে মামলা নিতে অস্বীকার করে। পুলিশের এই আচরণে ক্ষোভ ছড়ায়। পরে বিষয়টি রাজনৈতিক নেতাদের নজরে আসে।
5
7
তারপরে বেশ কয়েকজন শীর্ষ বিজেডি নেতা ডিআইজি পিনাক মিশ্রকে বিষয়টি জানান। নেতারা অভিযোগ করেন, এমন সংবেদনশীল ঘটনায় পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। তাদের অভিযোগের ভিত্তিতে ডিআইজি নির্দেশ দেন। এরপর সিংলা পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে।
6
7
এদিকে গণেশ রানার স্ত্রী পাল্টা অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, ওই মহিলা নিজেই গণেশকে শারীরিক সম্পর্কে বাধ্য করেছিলেন। তিনি আরও অভিযোগ করেন, মহিলার স্বামী ও আত্মীয়রা তাদের বাড়িতে হামলা চালিয়ে তাদের ঘরদোর নষ্ট করেন এবং সোনা ও নগদ টাকা হাতিয়ে নেন।
7
7
পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত গণেশ রানা এখনও পলাতক। উভয় পক্ষের বেশ কয়েকজনকে নোটিস পাঠিয়েছে পুলিশ। পুরো ঘটনার সত্যতা জানার জন্য পুলিশ অভিযোগ এবং পালটা অভিযোগ খতিয়ে দেখছে। ঘটনার পর গ্রাম জুড়ে আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।