যৌনতার উত্তেজনায় শুক্রাণু খাওয়ার অর্থ মৃত্যুকে আমন্ত্রণ জানানো! কী বলছে বিজ্ঞান জেনে নিন...
নিজস্ব সংবাদদাতা
১৫ নভেম্বর ২০২৫ ১৬ : ৪৩
শেয়ার করুন
1
10
“শুক্রাণু খাওয়া কি স্বাস্থ্যকর?”—এই প্রশ্নটি বহুদিন ধরে আলোচনা ও কৌতূহলের বিষয়। অনেকেই এর উপকারিতা ও ঝুঁকি সম্পর্কে বিভ্রান্ত। তাই বৈজ্ঞানিক তথ্য, মিথ ও বাস্তবতা বুঝে নেওয়া জরুরি।
2
10
শুক্র বা বীর্য হলো পুরুষের প্রজননতন্ত্র থেকে উৎপন্ন এক ধরনের জৈব তরল। এতে থাকে স্পার্ম-সহ নানা অ্যামিনো অ্যাসিড, ভিটামিন ও খনিজ। মোটামুটি ৯৫% জল ও বাকি অংশ প্রোটিন ও রাসায়নিক উপাদানে গঠিত।
3
10
শুক্রে ২০০-র বেশি প্রোটিন, ভিটামিন C, B12, জিঙ্ক, ক্যালসিয়াম ইত্যাদি উপাদান থাকে। তবে এগুলোর পরিমাণ খুবই কম, যা শরীরের পুষ্টির জোগান হিসেবে উল্লেখযোগ্য নয়। তাই একে পুষ্টির উৎস বলা ভুল।
4
10
গবেষণায় দেখা যায় শুক্রে এন্ডোরফিন, সেরোটোনিন, অক্সিটোসিনের মতো হরমোন থাকে। এগুলো মনোভাব উন্নত করতে ভূমিকা রাখে বলে ধারণা করা হয়। তবে মানুষের ক্ষেত্রে এর প্রভাব বৈজ্ঞানিকভাবে নিশ্চিত নয়।
5
10
শুক্রে মিলাটোনিন থাকতে পারে, যা ঘুম নিয়ন্ত্রণে সাহায্যকারী হরমোন। কিছু দাবি আছে যে এটি ঘুমে সহায়তা করতে পারে। কিন্তু এই দাবির পক্ষে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ এখনো নেই।
6
10
যে উপকারিতার কথা বলা হয়, সেগুলি অধিকাংশই সীমিত গবেষণা বা ধারণাভিত্তিক। এগুলোর কার্যকারিতা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। তাই একে স্বাস্থ্য উপকারী অভ্যাস হিসেবে ধরা ঠিক নয়।
7
10
শুক্রের মাধ্যমে HIV, গনোরিয়া, সিফিলিস, হারপিস-সহ বহু যৌনরোগ ছড়াতে পারে। মুখের ভেতরের ক্ষুদ্র ক্ষত দিয়েও সংক্রমণ হতে পারে। তাই ঝুঁকি উপেক্ষা করা বিপজ্জনক।
8
10
কিছু মানুষের ক্ষেত্রে ‘সিমিনাল প্লাজমা হাইপারসেনসিটিভিটি’ নামে শুক্র অ্যালার্জি হতে পারে। এতে চুলকানি, ফুসকুড়ি, শ্বাসকষ্টের মতো প্রতিক্রিয়া দেখা যায়। গুরুতর ক্ষেত্রে এটি মারাত্মকও হতে পারে।
9
10
শুক্রাণু গ্রহন ব্যক্তিগত পছন্দ বা যৌন অভ্যাসের অংশ হতে পারে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তা সম্পর্কে জানা প্রয়োজন। সঙ্গীর STI স্ট্যাটাস জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
10
10
শুক্র খাওয়া ‘স্বাস্থ্যকর’ বলা যাবে না, আবার একে সম্পূর্ণ ‘ক্ষতিকর’ও বলা যায় না—কারণ উপকার ও ঝুঁকি দুটোই রয়েছে। তবে ঝুঁকি বৈজ্ঞানিকভাবে অনেক বেশি নিশ্চিত, উপকার নয়। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সর্বোত্তম।