আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাক যুদ্ধের আঁচ ক্রিকেট মাঠে। এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল। এক সপ্তাহ পরে কোথায় বল গড়াবে আইপিএলের? 

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আইপিএলের বাকি ম্যাচগুলো কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ ও বেঙ্গালুরুতে করার কথা ভাবছে। 

সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে একটি সূত্র বলেছে, ''এসব ক্ষেত্রে এক সপ্তাহ দীর্ঘ সময়। বোর্ড চিন্তাভাবনা করছে বিষয়টি নিয়ে। প্রাথমিক ভাবে যে বিষয়টা নিয়ে বোর্ড এখন
চিন্তাভাবনা করছে তা হল, এক সপ্তাহ পরে আইপিএল শুরু হলে বাকি ম্যাচগুলো কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ ও বেঙ্গালুরুতে করা যেতে পারে। সীমান্ত এলাকায় সংঘর্ষের তীব্রতা কমে গেলে তখন সব ভেন্যুগুলোতে ম্যাচ দেওয়া যেতে পারে।'' 

ধর্মশালায় অনুষ্ঠিত পাঞ্জাব বনাম দিল্লি ম্যাচ নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়। তার পর থেকেই জল্পনা চলছি সাময়িক স্থগিত হতে পারে আইপিএল। শুক্রবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় আপাতত এক সপ্তাহের জন্য আইপিএল বন্ধ রাখা হচ্ছে। 

পরবর্তী পরিকল্পনা নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এক সপ্তাহ পরে দেশের এই শহরগুলোয় আইপিএলের বাকি ম্যাচগুলো করার ভাবনা দেশের ক্রিকেট নিয়ামক সংস্থার।