আজকাল ওয়েবডেস্ক: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয়ে লাভ হয়েছে সানরাইজার্স হায়দরাবাদের। চিপকে অবশেষে জয় পেয়েছে এবং আইপিএলের প্লে অফ দৌড়ে টিকে রয়েছে সানরাইজার্স।
কিন্তু ম্যাচ চলাকালীন মেজাজ হারাতে দেখা গেল হায়দরাবাদের মালকিন কাব্য মারানকে। শ্রীলঙ্কার ব্যাটার কামিন্দু মেন্ডিসের কাণ্ডে তিনি বিরক্ত।
কি ঘটেছিল? ধোনিদের বিরুদ্ধে ম্যাচের ১৬-তম ওভারের ঘটনা। ওভার স্টেপ করে নো বল করেন নূর আহমেদ। কামিন্দু ছিলেন ক্রিজে। ফ্রি হিট বল পেলে সব ব্যাটারই বাউন্ডারি বা ওভার বাউন্ডারি মারতে চান। কামিন্দু তা পারেননি। নূরের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ব্যটে-বলে সংযোগই হয়নি। এ দৃশ্য দেখেই বিরক্ত হন কাব্য।
ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কাব্য মারানের অভিব্যক্তি ধরা পড়ে ক্যামেরায়। যদিও এবিষয়ের জল বেশিদূর গড়ায়নি। কামিন্দুর ২২ বলে অপরাজিত ৩২ রানের ইনিংসে শেষ মেশ ম্যাচ জেতে হায়দরাবাদ।
চেন্নাইয়ের দেওয়া ১৫৫ রানের লক্ষ্য ৮ বল বাকি থাকতেই তুলে নেয় হায়দরাবাদ। এটি সানরাইজার্সের তৃতীয় জয়। ৯ ম্যাচের মধ্যে সাতটিতে হেরে ছিটকে যাওয়ার মুখে চেন্নাই। হায়দ্রাবাদ এখনও টিকে রয়েছে প্রতিযোগিতায়।
