আজকাল ওয়েবডেস্ক: ২০০৮ সালে শুরু আইপিএল। এবার সাবালক হয়েছে মেগা ইভেন্ট। দেশের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর মনে করেন, ম্যাচ সেরার পুরস্কার মূল্য বাড়ানো উচিত।
ম্যাচ সেরার পুরস্কার হিসেবে সংশ্লিষ্ট ক্রিকেটার এখন পান ১ লক্ষ টাকা। সুনীল গাভাসকরের দাবি, আর্থিক অঙ্ক বাড়ানো হোক।
এখন ক্রিকেটারদের পারিশ্রমিক বেড়ে গিয়েছে। নিলামে ক্রিকেটারদের অর্থও বেড়েছে। আইপিএলে টাকার অঙ্ক বেড়েছে সব দিক থেকেই। কিন্তু ম্যাচ সেরার অর্থ আগের জায়গাতেই রয়ে গিয়েছে। একটি সংবাদ মাধ্যমের কলামে সানি লিখেছেন, '' টাইটেল স্পনসরশিপ, অন্যান্য স্পনসরশিপ, সম্প্রচার স্বত্ব থেকে অবিশ্বাস্য ভাবে বেড়েছে আয়। কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারমূল্য এখনও সেই প্রথম সংস্করণের মতোই মতোই রয়েছে। আইপিএল এখন নাবালকত্ব থেকে সাবালক হয়েছে। এই পুরস্কার মূল্যগুলোও বাড়ানো দরকার।''
সানি আরও বলেন, ''আমরা স্কুলের গণ্ডি অতিক্রম করে কলেজে পা দিয়েছি। আমাদের পকেটমানিও বাড়িয়ে দিয়েছেন অভিভাবকরা।'' ভারতের সর্বকালের সেরা ওপেনার যা বোঝাতে চাইলেন, তা হল ম্যাচ সেরার আর্থিক মূল্য বাড়ানোর দিকে এবার নজর দেওয়া হোক। তিনি বললেন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে কি পৌঁছল সানির বার্তা?
