আজকাল ওয়েবডেস্ক: ইডেন থেকে সরে গিয়েছে আইপিএল ফাইনাল। শহরের মন ভাল নেই। নতুন সূচি অনুযায়ী ফাইনাল হবে আহমেদাবাদে। প্লে অফও হবে অন্যত্র। কলকাতায় ফাইনাল না হওয়ার কারণ প্রসঙ্গে বিসিসিআই জানিয়েছিল, ওই সময়ে কলকাতায় বৃষ্টি হতে পারে। সেই আশঙ্কা করেই ফাইনাল সরিয়ে নেওয়া হয় ইডেন গার্ডেন্স থেকে। আর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ''ইডেনে একটি প্লে অফ এবং ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু কোনও এক আজানা কারণে সেই ফাইনাল ম্যাচ সরানো হল। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কেন সরানো হল এই ফাইনাল। বাংলার ক্রিকেটপ্রেমী মানুষকে কেন বঞ্চিত করা হল? সুকান্ত মজুমদার সামাজিক মাধ্যমে লিখেছেন, ইডেন থেকে ম্যাচ সরেছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য। বিসিসিআই আর আিপিএলের গভর্নিং কমিটির বৈঠকের পরে জানা যায় আবহাওয়া জনিত কারণে কলকাতা থেকে সরে গিয়েছে ফাইনাল। কোনটা সত্যি তাহলে? দু' পক্ষ দু'ধরনের কথা বলছে।''
ইডেনের জলনিকাশী ব্যবস্থা উন্নতমানের। সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে অরূপ বিশ্বাস আরও বলেন, ''ইডেনের জলনিকাশি ব্যবস্থা উন্নতমানের। এত ভাল নিকাশী ব্যবস্থা ভারতের অন্য স্টেডিয়ামে নেই। মুষলধারে বৃষ্টি হওয়ার পরে জল বেরিয়ে যেতে তিরিশ মিনিট লাগে। তবুও ম্যাচ সরিয়ে নেওয়া হল। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।''
ক্রীড়ামন্ত্রী আরও বলেন, ''ভারতীয় ক্রিকেটের ৯৩ বছরের ইতিহাসে এমন ঘটনা এর আগে ঘটেনি। আসলে আহমেদাবাদে ফাইনাল নিয়ে যাওয়ার উদ্দেশ্যই ছিল। বিসিসিআই কবে থেকে আবহাওয়াবিদ হল? ২০-২৫ দিন আগে থেকে তারা কীভাবে আবহাওয়া বুঝে গেল? আর তারা যদি এতই বুঝত তো চলতি আইপিএলে কেন তিনটি ম্যাচ বৃষ্টিতে কেন ভেস্তে গেল?''
