আজকাল ওয়েবডেস্ক: মায়ের আশীর্বাদ নিয়ে আজ মাঠে নামবেন পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ার। মাঠের আশীর্বাদ রয়েছে শ্রেয়সের দলের সেনানীদের জন্যও। ২৩ সেকেন্ডের একটি ভিডিও পাঞ্জাব কিংস পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শ্রেয়সের অবিশ্বাস্য ইনিংস ফাইনালে নিয়ে যায় পাঞ্জাব কিংসকে। তার পরই ফাইনালের জন্য শ্রেয়সের মায়ের বার্তা।
পাঞ্জাব কিংস যে ভিডিওটি পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে সেখানে লেখা, 'বাস জিতনা হ্যায়।'
???????????? ???????????????????????? ????????????! ????#RCBvPBKS #PunjabKings #IPL2025 #BasJeetnaHai pic.twitter.com/Lpu4PIukIt
— Punjab Kings (@PunjabKingsIPL)Tweet by @PunjabKingsIPL
ভিডিওয় শ্রেয়সের বোনকে বলতে শোনা গিয়েছে, ''প্রথম দিন থেকে সমর্থন করার জন্য পাঞ্জাবের সমগ্র ভক্তদের ধন্যবাদ জানাই। দলের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা তোমাদের প্রত্যেকের জন্য গর্বিত। মাঠে নেমে নিজেদের সেরাটা দাও এবং কাপ ঘরে তোল। আমরা সুপার এক্সলাইটেড।''
১১ বছর পরে আইপিএলের ফাইনালে উঠেছে পাঞ্জাব কিংস। ২০১৪ সালে কলকাতার কাছে হেরে গিয়েছিল প্রীতির দল। এবার কি নতুন ইতিহাস তৈরি করবে পাঞ্জাব কিংস?
