আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাব কিংসের তারকা গ্লেন ম্যাক্সওয়েলকে হ্যালির ধূমকেতুর সঙ্গে তুলনা করলেন ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর। 

হ্যালির ধূমকেতু যেমন ৭৫ বছর পরে আর্বির্ভূত হয়, তেমনি অজি তারকাও ৭৫ ম্যাচ বাদে একটি ম্যাচে ভাল খেলেন। 

মঞ্জরেকরের বক্তব্যে কখনও কখনও প্লেয়াররা অসন্তুষ্ট হন। ২০১৯ বিশ্বকাপের সময়ে রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে মন্তব্য করে বিরাগভাজন হয়েছিলেন মঞ্জরেকর। 

এবার আইপিএল চলাকালীন আরও একবার মঞ্জরেকর কটাক্ষ করলেন ক্রিকেটারকে। 
শনিবার রাজস্থান রয়্যালস বনাম কিংস পাঞ্জাব ম্যাচে ম্যাক্সওয়েল সপ্তম ওভারে ব্যাট করতে নামেন। অজি তারকা একটি ছক্কা ও তিনটি বাউন্ডারি মারলেও তা ম্যাক্সওয়েল সুলভ ছিল না। ম্যাক্সেওয়েলের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট ছিলেন না মঞ্জরেকর। আইপিএলে অজি ব্যাটারের ধারাবাহিকতা নেই।

সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে মঞ্জরেকর বলছেন, ''পৃথিবী থেকে হ্যালির ধূমকেতুকে ৭৫ বছর বাদে দেখা যায়। গ্লেন ম্যাক্সওয়েল সেরকমই। ৭৫ ম্যাচ বাদে একটি ম্যাচে ভাল খেলে। হ্যালির ধূমকেতু শেষবার দেখা গিয়েছিল ১৯৮৬ সালে। আরও একবার দেখা যাবে ২০৬১ সালে। ম্যাক্সওয়েলের ব্যাটিংও সেরকমই। ম্যাক্সওয়েল হল ক্রিকেটে হ্যালির ধূমকেতু।'' 

নভজ্যোৎ সিং সিধু অবশ্য মঞ্জরেকরের সঙ্গে একমত নন। তিনি বলছেন, ৭৫ নয়, ২৫ ম্যাচ পরে একটা ম্যাচে ভাল খেলে ম্যাক্সওয়েল।