আজকাল ওয়েবডেস্ক: একসময়ে বিরাট কোহলির সঙ্গে আরসিবির হয়ে আইপিএল খেলেছেন এবি ডিভিলিয়ার্স। কিন্তু আরসিবি-কে আইপিএল চ্যাম্পিয়ন করা যায়নি। 

প্রাক্তন  দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবি জানিয়েছেন, আরসিবি এবার  ফাইনালে উঠলে স্টেডিয়ামে বসে তিনি খেলা দেখবেন। 

২০২১ সালের নভেম্বরে ব্যাট-প্যাড তুলে রাখেন। দীর্ঘ ১১ বছরে বেঙ্গালুরুর জার্সিতে অনেক স্মরণীয় ইনিংস খেলেছেন তিনি। দু'বার ফাইনালও খেলেছেন। 

এবার বেশ ভাল জায়গায় আছে আরসিবি। ডি ভিলিয়ার্স বলেন, ''বেঙ্গালুরু ফাইনালে উঠলে আমি ওই ম্যাচ দেখতে স্টেডিয়ামে থাকব। বিরাট কোহলির সঙ্গে ট্রফি ধরার আনন্দ অন্য কিছু আমাকে দিতে পারবে না।''

এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বেশ ভাল জায়গায় রয়েছে। এবার কী হবে, তা বলবে সময়। তবে প্রাক্তন প্রোটিয়া তারকা স্থির করে ফেলেছেন বিরাট কোহলি ফাইনালে উঠলে তিনিও হাজির থাকবেন স্টেডিয়ামে। একসঙ্গে ট্রফি তুলবেন।