আজকাল ওয়েবডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৫৪ রানে ম্যাচ হেরেছে লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচে বুমরাকে ছক্কা হাঁকান রবি বিষ্ণোই। 

'বুম বুম' বুমরা চার ওভার হাত ঘুরিয়ে ২২ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। পাঁচ নম্বর উইকেট নেওয়ার লক্ষ্যে উদ্যত বুমরাকে লং অনের উপর দিয়ে ছক্কা মারেন বিষ্ণোই। 

তার পরই হাত ঝাঁকিয়ে উদযাপন করতে শুরু করেন রবি বিষ্ণোই। বুমরা সেই উদযাপন দেখে হাঁসতে শুরু করেন। রবি বিষ্ণোইয়ের ছক্কা দেখে ডাগ আউটে বসে থাকা ঋষভ পন্থ পর্যন্ত প্রতিক্রিয়া দেখান। 

রবি বিষ্ণোইয়ের প্রতিক্রিয়া ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। 

 

?ref_src=twsrc%5Etfw">April 27, 2025

কয়েকদিন আগে বুমরা সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছিল, বড় বোলার সন্দেহ নেই কিন্তু বড় মানুষ একেবারেই নন। 

মুম্বই  ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ দেখার পরেই বুম বুম বুমরাকে নিয়ে সমালোচনা সোশ্যাল মিডিয়ায়। 

হায়দরাবাদের অভিনব মনোহর ছক্কা হাঁকান বুমরাকে। পরের বলটাই কোমরের উচ্চতায় ফুলটস দেন বুমরা। সেই বলটা অভিনব মনোহর মারতে পারেননি। বলের আঘাতে মনোহর পড়ে যান। কিন্তু বুমরা সটান হাঁটা লাগান বোলিং মার্কের দিকে। 

১৩-তম ওভারের দ্বিতীয় বলে মনোহর ছক্কা মারেন বুমরাকে।  পরের বলটা ইয়র্কার দিতে গিয়ে ফুলটস করে দেন বুমরা। সেই ফুলটসে আহত হন মনোহর। 

ব্যাটসম্যান কেমন আছেন, তাঁর চোট কতটা, আদৌ খেলতে পারবেন কিনা, ব্যাটারের কাছে ক্ষমাপ্রার্থী হওয়া, বুমরা এই রাস্তা নেননি। তিনি সটান হাঁটা লাগান বোলিং মার্কের দিকে। 

রবি বিষ্ণোই তাঁকে ছক্কা হাঁকানোর পরে অবশ্য বুমরাহর হাত থেকে ছিটকে আসেনি কোনও ফুলটস বা বিমার।