আজকাল ওয়েবডেস্ক: সময়টা ভাল যাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্সের। সময়টা ভাল যাচ্ছে না হার্দিক পাণ্ডিয়ারও। 

আইপিএল সদ্য শুরু হয়েছে। কিন্তু পাণ্ডিয়ার মুম্বই পিছিয়ে পড়ছে শুরুতেই। চেন্নাই সুপার কিংসের কাছে প্রথম ম্যাচে হার মানে নীল জার্সিধারীরা। 

সেই ম্যাচে নির্বাসনের কারণে নামেননি পাণ্ডিয়া। দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে আত্মসমর্পণ মুম্বইয়ের। হার্দিক পাণ্ডিয়া খেললেও জেতাতে পারেনি দলকে। 

উলটে তাঁকে ভর্ৎসনা করা হল। মন্থর ওভার রেটের জন্য তাঁকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হল। 

এখানেই শেষ নয়। খেলা চলাকালীন হার্দিকের সঙ্গে লেগে গেল গুজরাট টাইটান্সের স্পিনার সাই কিশোরের সঙ্গে জড়িয়ে পড়লেন ঝামেলায়। পরে অবশ্য ঠিক হয়ে যায় সবকিছু। 

কিন্তু টানা দু'ম্যাচে হার চিন্তায় রাখছে মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে। দলের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট নন। ফিল্ডিংয়ে অপেশাদারিত্ব রয়েছে বলে মনে করেন তিনি।  বল হাতে অতিরিক্ত ১৫-২০ রান দিয়েছেন মুম্বই বোলাররা বলেই মনে করেন হার্দিক।

ব্যাটসম্যানরাও নিজেদের নামের প্রতি সুবিচার করেননি। হার্দিক পাণ্ডিয়া সতর্ক করে দিচ্ছেন দলের সদস্যদের। বলছেন, ''দলের স্বার্থে সবাইকে দায়িত্ব নিতে হবে।'' 

সোমবার মুম্বইয়ের ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের সামনে মুম্বই ইন্ডিয়ান্স। দোষ-ত্রুটি কাটিয়ে উঠে মুম্বই কি জয় হাসিল করতে পারবে ঘরের মাঠে? উত্তরের খোঁজে মুম্বইয়ের ক্রিকেটভক্তরা।