আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেট ময়দান থেকে রাজনীতির আঙিনায় কেদার যাদব। মঙ্গলবার মুম্বইয়ে আনুষ্ঠানিক ভাবে বিজেপি-তে যোগ দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।
২০২৪ সালের জুনে সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন কেদার যাদব। ২০১৪ থেকে ২০২০ পর্যন্ত তিনি খেলেন। জাতীয় দলের জার্সিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেন কেদার যাদব।
আইপিএলে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতেন তিনি। ২০১৮ সালে সিএসকে-র চ্যাম্পিয়ন হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে কেদাব যাদবের।
আইপিএলে ৯৫টি ম্যাচ তিনি খেলেন। পাঁচটি পৃথক পৃথক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন তিনি। দিল্লি ডেয়ারডেভিলস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলেছেন তিনি। ২০১০ সালের আইপিএল মরশুমে কোচি টাস্কার্স কেরলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে কেদার যাদবের।
২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল কেদার যাদবের। ২০১৫ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে আবির্ভাব হয় তাঁর। ২০২০ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডে খেলেন তিনি। ক্রিকেট থেকে সরে যাওয়ার পরে এবার রাজনীতির ময়দানে নতুন ইনিংস শুরু করতে চলেছেন কেদার যাদব।
