আজকাল ওয়েবডেস্ক: চেন্নাই সুপার কিংসের প্রশংসায় সুদীপ ত্যাগী। মহেন্দ্র সিং ধোনির প্রশংসায় সুদীপ ত্যাগী।
চোট পাওয়া সুদীপের চিকিৎসার সব ব্যয় বহন করেছিল সিএসকে। ধোনির পরামর্শেই সুদীপের পাশে এসে দাঁড়িয়েছিল চেন্নাই সুপার কিংস।
সুদীপ সেই সব দিনের প্রসঙ্গ উত্থাপ্পন করে বলছেন, ''পিঠে চিড় ধরেছিল। কাঁধেও চোট ছিল। অস্ত্রোপচারের দরকার ছিল। সেই সময়ে সিএসকে আমাক দারুণ সাহায্য করেছিল। আমার পাশে দাঁড়ানোর, আমাকে আর্থিক দিক থেকে সাহায্য করার কথা ধোনিই বলেছিল চেন্নাই সুপার কিংসকে। ট্রেনিং এবং সেরে ওঠার জন্য অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলেছিল ধোনিই। আমার অনেক উপকার হয়েছিল। ধোনি আমাকে বলে, চোট হয়। এ নিয়ে চিন্তার কিছু নেই। তুমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।''
ত্যাগী বিশ্বজয়ী অধিনায়ককে দূরদৃষ্টি সম্পন্ন এক ব্যক্তি বলছেন। রবিচন্দ্রন অশ্বিনীকে দিয়ে বোলিং ওপেন করিয়েছিলেন। যা দেখার পরে অনেকেই অবাক হয়ে যান। ত্যাগী বলছেন, ''অশ্বিনীকে দিয়ে বোলিং ওপেন করানোর সিদ্ধান্তে অবাক হয়েছিলেন অনেকে। কোনও অধিনায়কই এমন সিদ্ধান্ত আগে নেননি আইপিএলে। আমরা বুঝতে পারি ধোনি ভাইয়ের চিন্তাভাবনা ব্যতিক্রমী। নতুন বল হাতে অশ্বিন সাফল্য পেয়েছিল।''
ধোনি এবারও রয়েছেন আইপিএলে। রবিবার নামছেন তিনি। বিশ্বজয়ী অধিনায়কের দিকে তাকিয়ে গোটা দেশ। সবাই বলছেন, আসল আইপিএল তো শুরু আজ থেকেই।
