আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য তিনি নন। বর্ডার-গাভাসকর ট্রফিতে নিজেকে নিংড়ে দেওয়ার পরে অধিনায়ক রোহিত শর্মার কাছ থেকে শুনতে হয়েছিল, ''পুরনো বলে সিরাজ কার্যকরী নয়।'' চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখা হয়নি সিরাজকে। 

সেই সিরাজই শনিবার আহমেদাবাদে রোহিতের স্টাম্প ছিটকে দিলেন। দুর্দান্ত এক ডেলিভারি রোহিতের ব্যাট-প্যাডের মধ্যে দিয়ে গলে উইকেট ভেঙে দেয়। 

সোশ্যাল মিডিয়ায় বলা শুরু হল, সিরাজ এবার প্রতিশোধ নিল। 

রোহিতকে তোপ দেগে কেউ বললেন, ''রোহিতকে ক্লিন বোল্ড করে পরিষ্কার বার্তা দিল সিরাজ, আগে নতুন বল থেকে বাঁচ, তার পরে পুরনো বল নিয়ে জ্ঞান মারবি।'' 

?ref_src=twsrc%5Etfw">March 29, 2025

 

আরেক ভক্ত লেখেন, ''রোহিত একবার বলেছিল, সিরাজ কার্যকর বোলার নয়। এবার নতুন বল হাতে সিরাজ।'' 

চ্যাম্পিয়ন্স ট্রফির সেই দল থেকে বাদ পড়ার পরে মুখ খোলেননি সিরাজ। সম্প্রতি তাঁকে বলতে শোনা গিয়েছে, ''আমি প্রথমে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম।'' 

রোহিতের সেই মন্তব্য মাথায় রেখে দিয়েছিলেন সিরাজ। হিটম্যানকে সামনে পেয়ে নতুন বলেই নিজের দক্ষতা দেখালেন। আহমেদাবাদে রোহিতের স্টাম্প উড়িয়ে দিয়ে সিরাজ প্রতিশোধ নিলেন। প্রমাণ করে দিলেন, বল হাতে তিনি যে কোনও সময়ে মৃত্যু পরোয়ানা নিয়ে হাজির হতে পারেন।