আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মেগা নিলামের দিনক্ষণ নির্ধারিত করল বিসিসিআই। প্রত্যাশা মতো সৌদি আরবেই বসবে নিলামের আসর। আসন্ন ২৪ এবং ২৫ নভেম্বর জেড্ডায় মেগা নিলাম অনুষ্ঠিত হবে। ৪ নভেম্বর প্লেয়ার রেজিস্ট্রেশন বন্ধ হয়ে গিয়েছে। মোট ১৫৭৪ জন ক্রিকেটার নাম নথিভুক্ত করেছে। তারমধ্যে রয়েছে ১১৬৫ জন ভারতীয় ক্রিকেটার, এবং ৪০৯ জন বিদেশি। তালিকায় ৩২০ জন ক্যাপড প্লেয়ার আছে। আনক্যাপড প্লেয়ারের সংখ্যা ১২২৪। ৩০ জন প্লেয়ার অ্যাসোসিয়েট দেশ থেকে অংশ নেবে। ৪৮ জন ক্যাপড ভারতীয় ক্রিকেটার নিলামে অংশ নেবে। ২৭২ জন ক্যাপড আন্তর্জাতিক প্লেয়ার আছে। তালিকায় গত বছরের আইপিএল থেকে ১৫২ জন আনক্যাপড ভারতীয় প্লেয়ার আছে। তিনজন আনক্যাপড বিদেশি আছে। মোট আনক্যাপড ভারতীয় প্লেয়ারের সংখ্যা ৯৬৫। রয়েছে ১০৪ জন আনক্যাপড বিদেশি। 

প্রত্যেক ফ্রাঞ্চাইজি ২৫ জন প্লেয়ার নিতে পারবে। মোট ২০৪টি স্লটের জন্য নিলাম হবে। নাম নথিভুক্ত করা প্লেয়ারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার সবচেয়ে বেশি। ৯১ জন প্রোটিয়া নিলামে উঠবে। তারপরই অস্ট্রেলিয়া। সংখ্যা ৭৬। তৃতীয় স্থানে ইংল্যান্ড। ৫২ জন প্লেয়ার নিলামে অংশ নেবে। নিউজিল্যান্ডের ৩৯ জন থাকবে। ওয়েস্ট ইন্ডিজ থেকে থাকবে ৩৩ জন প্লেয়ার। আফগানিস্তানের ২৯ জন প্লেয়ার নাম নথিভুক্ত করেছে। শ্রীলঙ্কার সংখ্যাও একই। বাংলাদেশ থেকে ১৩ জন রয়েছে তালিকায়। নেদারল্যান্ডের ১২ জন। মার্কিন যুক্তরাষ্ট থেকে থাকছে ১০ জন। আয়ারল্যান্ডের ৯ জন। জিম্বাবোয়ের ৮ জন নিলামে অংশ নেবে। কানাডা, স্কটল্যান্ড এবং আরব আমিরশাহি থেকে যথাক্রমে থাকবে ৪, ২ এবং ১ জন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল আসন্ন মেগা নিলামে দেখা যাবে ইতালির একজন ক্রিকেটারকে। সাধারণত ইতালিয়ানদের ক্রিকেট খেলতে দেখা যায় না। তাঁদের প্রধান খেলা ফুটবল। কিন্তু এবার ইতালির একজন প্লেয়ার নাম নথিভুক্ত করিয়েছে। এবারের নিলামে থাকবে ঋষভ পন্থ, কেএল রাহুল, শ্রেয়স আইয়ারের মতো তারকা ক্রিকেটাররা। যা আসন্ন নিলামকে আরও আকর্ষণীয় করে তুলেছে।