আজকাল ওয়েবডেস্ক: ম্যাচের মোক্ষম সময়ে তিন-তিনটি উইকেট নিয়ে কেকেআরের রানের গতি থামিয়ে দেন ক্রুনাল পাণ্ডিয়া। কেকেআর-কেও ভয়ঙ্কর হতে দেননি হার্দিকের দাদা। সেই ক্রনাল পাণ্ডিয়াই বাউন্সার দিয়ে বসলেন কেকেআরের সবথেকে দামি ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ারকে।
কেকেআরের ১২-তম ওভারের ঘটনা। হেলমেট ছাড়া ক্রিজে এসেছিলেন ভেঙ্কটেশ। ক্রুনাল পাণ্ডিয়া তাঁকে বাউন্সার দিয়ে বসলেন। ভেঙ্কটেশ আইয়ার আগে থেকেই বলের লাইন বুঝতে পেরেছিলেন। নিজেকে সরিয়ে নেন আইয়ার।
পরের বলেই হেলমেট পরে নেন তিনি। ক্রনালের শিকার হন আইয়ার। খেলার শেষে ক্রনাল পাণ্ডিয়াকে বলতে শোনা গিয়েছে, ''ওয়াইড ইয়র্কার হোক অথবা বাউন্সার অথবা যদি অন্য কোনও অস্ত্র থাকে ঝুলিতে, তাহলে তা ব্যবহার করব না কেন?''
ভেঙ্কটেশ আইয়ারকে ফেরানোর আগে ক্রনাল ফেরান রাহানেকে। পাণ্ডিয়াকে বলতে শোনা গিয়েছে, ''পেসাররা বলের গতি পরিবর্তন করে। আমিও বলের গতিতে হেরফের ঘটাই। জিতেশ জানে আমি কী করব।''
৫.৭৫ কোটি টাকার বিনিময়ে ক্রনাল পাণ্ডিয়াকে দলে নেয় আরসিবি। পাণ্ডিয়া জানেন আরসিবি-তে কী পরিমাণ সমর্থন পাবেন। তাঁকে বলতে শোনা গিয়েছে, ''আমি দলে যোগ দেওয়ার পরই উপলব্ধি করতে পারি কী পরিমাণ উন্মাদনা রয়েছে। ঘরোয়া ক্রিকেটেও সমর্থকদের প্রবল সমর্থন রয়েছে। ভক্তরা আরসিবি-র নাম ধরে চিৎকার করে।''
