আজকাল ওয়েবডেস্ক: মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে, তাঁর ব্যাটিং নিয়ে উঠছে প্রশ্ন। এবার তাঁকে খেলা ছাড়তে বললেন তিরাশির বিশ্বজয়ী দলের ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। 

চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংস হতাশ করেছে। হতাশ করেছেন ধোনি। পরিস্থিতির দাবি মেটাতে পারেননি। ১৩ ইনিংসে ১৯৬ রান করেছেন ধোনি । সর্বোচ্চ ৩০। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও নিজের সেরাটা দিতে পারেননি ধোনি। 

এবারের আইপিএল থেকে বিদায় হয়ে গিয়েছে চেন্নাইয়ের। রাজস্থানের কাছেও হারতে হয়েছে সিএসকে-কে। আন্তর্জাতিক ক্রিকেটকে অনেক আগেই বিদায় 
জানিয়েছেন ধোনি। কিন্তু তার পর থেকে প্রতিটা আইপিএলেই দেখা যাচ্ছে ধোনিকে। শ্রীকান্ত বলছেন, ''ধোনির বয়স বাড়ছে। ওঁর কাছ থেকে বিশেষ কিছু  আশা করা যায় না। নিজের কাজ করতে না পারলে বলে দাও পারছো না, সরে দাঁড়াও তাহলে। এই সিদ্ধান্ত কেবল ধোনিই নিতে পারে। ধোনি যদি খেলা চালিয়ে যায়, তাহলে কোন ভূমিকায়--অধিনায়ক, কিপার নাকি ফিনিশার?'' প্রশ্ন তুলেছেন শ্রীকান্ত। একসময়ের মারকুটে ওপেনার বলছেন, ''ধোনির রিফ্লেক্স কমে গিয়েছে। হাঁটু সম্ভবত দুর্বল হয়ে পড়েছে। ফিটনেস, রিফ্লেক্সের মানও পড়ে গিয়েছে। তাছাড়া, চেন্নাই সুপার কিংসের টপ অর্ডার ব্যর্থ হচ্ছে।'' 

এবারের হতশ্রী অভিযান রবিবার শেষ হচ্ছে চেন্নাইয়ের। আগামীবার কি চেন্নাই চ্যাম্পিয়নের মতো ফিরতে পারবে?