আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব ক্রিকেটে যশপ্রীত বুমরা দারুণ সমাদৃত। সেই তিনিই আবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলড। 

খেলোয়াড় হিসেবে তিনি যতটাই ভাল, মানুষ হিসেবে তিনি ততটাই খারাপ এমন মন্তব্যও কেই কেউ করেছেন। 

মুম্বই  ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ দেখার পরেই বুম বুম বুমরাকে নিয়ে সমালোচনা সোশ্যাল মিডিয়ায়। 

হায়দরাবাদের অভিনব মনোহর ছক্কা হাঁকান বুমরাকে। পরের বলটাই কোমরের উচ্চতায় ফুলটস দেন বুমরা। সেই বলটা অভিনব মনোহর মারতে পারেননি। বলের আঘাতে মনোহর পড়ে যান। কিন্তু বুমরা সটান হাঁটা লাগান বোলিং মার্কের দিকে। 

১৩-তম ওভারের দ্বিতীয় বলে মনোহর ছক্কা মারেন বুমরাকে।  পরের বলটা ইয়র্কার দিতে গিয়ে ফুলটস করে দেন বুমরা। সেই ফুলটসে আহত হন মনোহর। 

ব্যাটসম্যান কেমন আছেন, তাঁর চোট কতটা, আদৌ খেলতে পারবেন কিনা, ব্যাটারের কাছে ক্ষমাপ্রার্থী হওয়া, বুমরা এই রাস্তা নেননি। তিনি সটান হাঁটা লাগান বোলিং মার্কের দিকে। 

?ref_src=twsrc%5Etfw">April 23, 2025

 

আর সেই জন্যই সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ার ঝড় তোলেন ভক্তরা। এক ক্রিকেটভক্ত বুমরাকে দুষেছেন। তিনি  বলেন, ''অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি বুমরার মধ্যে খেলোয়াড়োচিত ব্যাপারটাই নেই। একাধিক বার আমি দেখেছি। কেউ যদি ওঁর বলে ছক্কা মারে, তাহলে ওই খেলোয়াড়ের উপরে রেগে যায় বুমরা। আগে করুণ, এখন মনোহর, ফুলটস দেওয়ার পরে ব্যাটারের কতটা লাগল, তা দেখার প্রয়োজন বোধ করল না।'' 

আর এক ক্রিকেটভক্ত লিখেছেন, ''আমার মতে যশপ্রীত বুমরার উচিত ছিল অভিনব মনোহরের চোট কতটা গভীর তা জানা। সেটা না করে পিছন ফিরে হাঁটতে লাগল। সব বোলারই কি এভাবে প্রতিক্রিয়া দেখায় নাকি বুমরা একা এমন করে?'' 

সোশ্যাল মিডিয়ায় এমনও লেখা হয়েছে, বুমরার বলে আহত হল অভিনব মনোহর। কিন্তু সাহসী তরুণ ছেলেটা ফের বুমরার মোকাবিলা করার জন্য তৈরি হল। ভাগ্য সহায় ছিল। বুমরার বলে ক্যাচ ছাড়ে সূর্য।''