আজকাল ওয়েবডেস্ক: 'দ্য বিগ শো' নামে জনপ্রিয় তিনি। খেলার মাঠে তাঁর নাম আবার 'ম্যাড ম্যাক্স'। তাঁর চওড়া ব্যাট ঝড় তুললে, তাঁকে রোখে কার সাধ্যি! 

যত কঠিন টার্গেট হোক না কেন, ম্যাক্সওয়েল চলতে শুরু করলে ম্যাচ জয় কেবল সময়ের অপেক্ষা। খেলার মাঠে তিনি প্রায়ই শিরোনাম হন। কিন্তু ক্রিকেট মাঠের বাইরেও তিনি খবর হয়েছেন। হয়ে ওঠেন ভারতের জামাই। সেও এক গল্প।  

ভারতীয় বংশোদ্ভূত মহিলাকে বিয়ে করেন ম্যাক্সওয়েল। অজি তারকার স্ত্রীর নাম ভিনি রামন। ২০২২ সালের ২৭ মার্চ বিয়ে হয় ম্যাক্সওয়েল ও ভিনি রামনের। দু'জনের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে অনেকেই বিস্মিত  হয়ে যান। 

১১ সেপ্টেম্বর, ২০২৩-এ ম্যাক্সওয়েল ও ভিনি রামনের সংসারে আসে নতুন অতিথি। তার নাম লোগান মাভেরিক ম্যাক্সওয়েল। 

অজি তারকার স্ত্রী ভিনি রামন মেলবোর্নে জন্মগ্রহণ করেন ৩ মার্চ, ১৯৯৩ সালে। পেশায় ভিনি একজন ফার্মাসিস্ট। মডেলিংও করেন। ভিনির মা-বাবা চেন্নাইয়ের বাসিন্দা। 

২০১৩ সালে ভিনি রামন ও ম্যাড ম্যাক্সের প্রথম দেখা। মেলবোর্ন স্টারস -এর একটি ইভেন্টে ম্যাক্সওয়েল ও ভিনি রামনের প্রথম সাক্ষাৎ হয়। দু'জনের প্রথম সাক্ষাতের পরে তাঁদের মধ্যে সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়। সেই সময়ে ম্যাক্সওয়েল বিবিএল-এ মেলবোর্ন স্টারস দলের হয়ে খেলতেন। ২০১৭ সালের আগস্টে ভিনির সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ করেন ম্যাক্সওয়েল। ভিনি রামন ও ম্যাক্সওয়েলকে একসঙ্গে খুব একটা দেখা যায় না। তবে সোশ্যাল মিডিয়ায় একবার ভিনি রামন লিখেছিলেন, প্রথম দিনের ডেটিংয়ে ম্যাক্সওয়েল ও ভিনি অ্যাঙ্করম্যান ২ সিনেমা  দেখতে চলে গিয়েছিলেন। এখন তাঁরা সুখে এখন দিন কাটাচ্ছেন।