আজকাল ওয়েবডেস্ক: ৫.২৫ কোটি থেকে এক লাফে তাঁর দাম হয়েছিল ২৩ কোটি টাকা। সবাই বলেছিলেন, তাঁকে প্রচুর টাকা দিলেও এবার সেরকম পারফরম্যান্স করতে পারেননি।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শেষ ম্যাচে সেই হেনরিক ক্লাসেন ৩৯ বলে অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলেন। ক্লাসেনের দুরন্ত ইনিংসের সৌজন্যে কলকাতা নাইট রাইডার্সকে ১১০ রানে হারায় সানরাইজার্স হায়দরাবাদ।
ম্যাচ জিতে উঠে দলের মালকিন কাব্য মারানের জন্য বিশেষ এক বার্তা পাঠালেন প্রোটিয়া তারকা। ক্লাসেন লিখলেন, ''ফ্র্যাঞ্চাইজি প্রচুর অর্থ ব্যয় করেছে। কিন্তু আমরা ভাল পারফরম্যান্স তুলে ধরতে পারিনি। আমাদের মালকিন অবিশ্বাস্য সাপোর্ট করেছেন। ১২-১৪ বছর ধরে তারা এই ব্যবসায় রয়েছেন। আমারও যা করা উচিত ছিল, তা করতে পারিনি। কেকেআরের বিরুদ্ধে আমার ব্যাটে-বলে ঠিকঠাক হয়। আমি বোলারদের লাইন এবং লেন্থ বাছাই করার জন্য কাজ করে যাচ্ছিলাম। অবশেষে ফ্র্যাঞ্চাইজিকে জেতাতে পেরে গর্ববোধ করছি।''
কাব্য মারানের প্রতি ধন্যবাদ জানিয়ে ক্লাসেন এই আন্তরিক বার্তা পাঠান।
