আজকাল ওয়েবডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া কি ডেটিং করছেন জেসমিন ওয়ালিয়ার সঙ্গে? রবিবার কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের পরে পরিষ্কার হয়ে যায় দু'জন জড়িয়ে পড়েছেন সম্পর্কে।
খেলার শেষে জেসমিন ওয়ালিয়াকে দেখা যায় তিনি মুম্বই ইন্ডিয়ান্সের টিম বাসে উঠছেন। ওয়াংখেড়েতে উপস্থিত ছিলেন জেসমিন। মুম্বই ইন্ডিয়ান্স খুব সহজেই হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। গ্যালারিতে বসে মুম্বই ইন্ডিয়ান্সকে তিনি ক্রমাগত সমর্থন করে গিয়েছেন। মুম্বই জেতার অব্যবহিত পরে ক্রিকেটভক্তদের নজর এসে পড়ে জেসমিনের দিকে। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে নেন জেসমিন। মুম্বই ইন্ডিয়ান্সের টিম বাসের সামনে দেখা যায় তাঁকে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Viral Bhayani (@viralbhayani)
সাধারণত ক্রিকেটারদের খুব কাছের না হলে টিম বাসের ধারেকাছে ঘেঁষা যায় না। টিম বাসেও ওঠা যায় না। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা গিয়েছে, জেসমিন ওয়ালিয়া মুম্বই ইন্ডিয়ান্সের টিম বাসে উঠছেন। আর এই ভিডিও দেখার ফলে ক্রিকেটভক্তরা এই সিদ্ধান্তে উপনীত হন, হার্দিক পাণ্ডিয়া ও জেসমিন ওয়ালিয়ার সম্পর্ক অনেক গভীর। দু' জন জড়িয়ে পড়েছেন সম্পর্কে।
শুধু আইপিএলে নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ ভারত-পাক ম্যাচের সময়েও জেসমিনকে স্ট্যান্ডে দেখা গিয়েছিল। হার্দিককে চুম্বন ছুড়তে দেখা গিয়েছিল তাঁকে। মুম্বই বনাম কলকাতা ম্যাচেও স্ট্যান্ডে উপস্থিত ছিলেন জেসমিন।