আজকাল ওয়েবডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া কি ডেটিং করছেন জেসমিন ওয়ালিয়ার সঙ্গে? রবিবার কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের পরে পরিষ্কার হয়ে যায় দু'জন জড়িয়ে পড়েছেন সম্পর্কে। 

খেলার শেষে জেসমিন ওয়ালিয়াকে দেখা যায় তিনি মুম্বই ইন্ডিয়ান্সের টিম বাসে উঠছেন। ওয়াংখেড়েতে উপস্থিত ছিলেন জেসমিন। মুম্বই ইন্ডিয়ান্স খুব সহজেই হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। গ্যালারিতে বসে মুম্বই ইন্ডিয়ান্সকে তিনি ক্রমাগত সমর্থন করে গিয়েছেন। মুম্বই জেতার অব্যবহিত পরে  ক্রিকেটভক্তদের নজর এসে পড়ে জেসমিনের দিকে। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে নেন জেসমিন। মুম্বই ইন্ডিয়ান্সের টিম বাসের সামনে দেখা যায় তাঁকে।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Viral Bhayani (@viralbhayani)