আজকাল ওয়েবডেস্ক: আহমেদাবাদেও চাকা ঘুরল না মুম্বই ইন্ডিয়ান্সের দিকে। গুজরাট টাইটান্সের কাছে আত্মসমর্পণ করতে হল হার্দিক পাণ্ডিয়ার দলকে। খেলা চলাকালীন ঝামেলায় জড়িয়ে পড়লেন মুম্বই অধিনায়ক পাণ্ডিয়া ও গুজরাট তারকা সাই কিশোর।
১৯৭ রান করলে জিতবে এই অবস্থায় রান তাড়া করতে নামে মুম্বই। তাদের ইনিংসের ১৫-তম ওভারের ঘটনা। সাই কিশোর ডট বল করেন হার্দিককে। তার পরই ঠাণ্ডা চাহনি দেন পাণ্ডিয়ার দিকে। মুম্বই অধিনায়ক ভাল ভাবে নেননি এই চাহনি। তিনি চিৎকার করে ওঠেন। সাই কিশোরের দিকে এগিয়ে যান।
দুই তারকাই একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন। পরিস্থিতি শান্ত করার জন্য এগিয়ে আসেন আম্পায়ার। ম্যাচ শেষে দুই দলের দুই ক্রিকেটার হ্যান্ডশেক করেন। একে অপরকে জড়িয়ে ধরেন।
GAME ????
— Star Sports (@StarSportsIndia)
Hardik Pandya ⚔ Sai Kishore - teammates then, rivals now! ????????
Watch the LIVE action ➡ https://t.co/VU1zRx9cWp #IPLonJioStar ???? #GTvMI | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, & JioHotstar pic.twitter.com/2p1SMHQdqcTweet by @StarSportsIndia
 
 ধারাভাষ্যকার ইয়ান বিশপ সাই কিশোরের সাক্ষাৎকার নেওয়ার সময়ে জিজ্ঞাসা করেন, ''মাঠের ঝামেলা হার্দিকের প্রতি ভালবাসায় কোনও প্রভাব ফেলেনি দেখছি?'' 
জবাবে গুজরাট স্পিনার বলেন, ''পাণ্ডিয়া আমার ভাল বন্ধু। মাঠের ভিতরে এমন ঘটনা হতেই পারে। মাঠে সবাই সবার প্রতিদ্বন্দ্বী। কিন্তু কেউই তা মনে রাখি না। আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী। এমনই হওয়া উচিত খেলা।''
Hardik Pandya hugging Sai Kishore after the match ♥️ pic.twitter.com/A7PhV0IdPv
— Johns. (@CricCrazyJohns)Tweet by @CricCrazyJohns
পাণ্ডিয়া ২৯ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। ব্যাট হাতে ১৭ বলে ১১ রান করেন। অন্যদিকে সাই কিশোর তাঁর ৪ ওভারে ৩৭ রানে একটি উইকেট নেন।
ম্যাচটি মুম্বই হারে ৩৬ রানে।
