আজকাল ওয়েবডেস্ক: বৈভব সূর্যবংশীর ইনিংস দেখে বিস্মিত ক্রিকেটমহল। যাদের বিরুদ্ধে বৈভব অবিশ্বাস্য ইনিংস খেলেছেন, সেই গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল কিন্তু বৈভব সম্পর্কে খুব একটা উচ্ছ্বসিত নন। বৈভবের ইনিংস সম্পর্কে গিলকে বলতে শোনা গিয়েছে, ''আজ দিনটা ওরই ছিল। খুব ভাল মারতে পারে। ভাগ্যের সাহায্যও পেয়েছে।'' 

খেলার শেষে শুভমান গিলের এহেন মন্তব্য শুনে প্রবল রেগে যান অজয় জাদেজা। তিনি বলেন, ''১৪ বছরের একটি ছেলের নিজের উপরে এত বিশ্বাস! এর পরেও কেউ বলছে ভাগ্যের সাহায্য পেয়েছে আজকে? বৈভবকে যথোপযুক্ত কৃতিত্ব দিল না ওরা।'' 

বৈভবের ইনিংস দেখে প্রাক্তন ক্রিকেটাররাও মোহিত হয়ে গিয়েছেন। কৃষ্ণমাচারি শ্রীকান্তের মতো দেশের প্রাক্তন ওপেনার বলছেন, ''১৪ বছর বয়সে বেশির ভাগ বাচ্চা স্বপ্ন দেখে আর আইসক্রিম খায়। বৈভব সূর্যবংশী আইপিএল খেতাব জয়ের দাবিদার এক দলের বিরুদ্ধে অবিশ্বাস্য সেঞ্চুরি করল। বয়সের তুলনায় ওর সংযম, মান ও সাহস অনেক বেশি। নতুন এক মহাতারকার উত্থান দেখলাম আমরা। ভারতীয় ক্রিকেটের পরবর্তী সুপারস্টার চলে এসেছে।''