আজকাল ওয়েবডেস্ক: ভাল শুরু করেও চেন্নাই সুপার কিংস টানা দুটো ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে সাত নম্বরে চলে গিয়েছে। ৩ ম্যাচে সিএসকে-র পয়েন্ট এখন ২। যদিও আইপিএলের এখনও ঢের বাকি। তবে দিল্লি এখনও বহু দূর। 

বাকি ম্যাচের জন্য চেন্নাই সুপার কিংসকে পরামর্শ দিয়েছেন জাতীয় দলের প্রাক্তন ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। পাওয়ারপ্লে-র সময়ে রবিচন্দ্রন অশ্বিনকে যেন বল করতে না দেওয়া হয়, সেই পরামর্শই দিয়েছেন প্রাক্তন ওপেনার। 

আরও দু'জন ক্রিকেটারকে দলে নেওয়ার কথা বলেছেন শ্রীকান্ত। নিজের ইউটিউব চ্যানেলে ভারতের প্রাক্তন ওপেনার বলছেন, ''জ্যামি ওভারটনের জায়গায় ডেভন কনওয়েকে খেলানো উচিত। প্রথম একাদশে আনা উচিত অংশুল কম্বোজকে। অশ্বিনের প্রতি শ্রদ্ধা নিয়েই বলছি, ওকে যেন পাওয়ারপ্লের সময়ে বল হাতে দেওয়া না হয়। ৭-১৮ ওভারের মধ্যে অশ্বিন কার্যকরী। আমি হলে ত্রিপাঠীকে বাদ দিতাম, কম্বোজকে আনতাম প্রথম একাদশে। ওভারটনের জায়গায় প্রথম একাদশে রাখতাম কনওয়েকে।'' 

অশ্বিন তিনটি উইকেট নিয়েছেন তিনটি ম্যাচে। তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য বলছেন, ''প্রথম একাদশে শিবম দুবেকে আনা উচিত। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আন্দ্রে সিদ্ধার্থকে খেলানো দরকার। শ্রীকান্ত বলছেন, ''মুকেশ চৌধুরীও ভাল খেলোয়াড়। তাকেও ব্যবহার করা যেতে পারে। অতীতে সিএসকে-র হয়ে ভাল খেলেছে মুকেশ চৌধুরী।''  শ্রীকান্তের পরামর্শ কি শুনবে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট?