আজকাল ওয়েবডেস্ক: ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল মনে আছে? ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি শেষ ওভারে বল তুলে দিয়েছিলেন যোগিন্দর শর্মার হাতে।
তার পরের ঘটনা ইতিহাস হয়ে রয়েছে। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ধোনির ভারত। যোগিন্দর শর্মা ক্রিকেট ছেড়েছেন আগেই। কিন্তু তাঁর অধিনায়ক এখনও খেলে চলেছেন আইপিএল।
যাঁকে দিয়ে ফাটকা খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিয়েছিলেন ধোনি, সেই যোগিন্দরও কিন্তু বলছেন, এবার আইপিএল থেকে সরে যাওয়ার সময় এসেছে ধোনির।
কিন্তু ধোনি যে অন্য কথা বলেছেন। চেন্নাই সুপার কিংসের তারকা জানিয়েছেন, এবারের আইপিএল শেষ হলে, আমাকে আরও ৬-৮ মাস কঠিন পরিশ্রম করে দেখতে হবে আমার শরীর এই ধকল সহ্য করতে পারবে কিনা। এখনই কোনও সিদ্ধান্ত নয়।''
যোগিন্দর বলেছেন, ''মাহির যা ফিটনেস লেভেল, তাতে খেলে হয়তো নিজের ফিটনেস প্রমাণ করবে মাহি। তবে আমার মনে হয় এবার বিশ্রামের সময় এসে গিয়েছে।''
চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংস ফ্লপ। ভক্তরা হতাশ হয়েছেন প্রিয় দলের পারফরম্যান্সে। কোনও কিছুই ঠিকঠাক হয়নি। টুর্নামেন্টের মাঝপথে চোটের জন্য সরে যান রুতুরাজ গায়কোয়াড়। ক্যাপ্টেনের আর্মব্যান্ড ওঠে ধোনির হাতে। তাতেও কিন্তু সিএসকে-র ছবিটা বদলায়নি।
