আজকাল ওয়েবডেস্ক: তুমি আর নেই সে তুমি। রোহিত শর্মা আর আগের সেই রোহিত শর্মা নেই। দেশের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর এখন ধারাভাষ্যকার। তিনি বলছেন এই কথা।
আইপিএলের শুরুটা ভাল হয়নি রোহিতের। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শূন্য রান করেছিলেন। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মহম্মদ সিরাজের বাঁক খাওয়ানো ডেলিভারি এসে রোহিতের উইকেট ভেঙে দেয়। এখনও পর্যন্ত দু' ম্যাচে আট রান করেছেন রোহিত।
ইনিংসের শুরুতে রোহিতের পা চলে না। একটু ঢিলেঢালা থাকেন। কিন্তু একবার চলতে শুরু করলে তিনি হয়ে ওঠেন বিপজ্জনক। আইপিএলে রোহিত-রোশনাই দেখা যাচ্ছে না।
সঞ্জয় মঞ্জরেকর রোহিতের গলদ ধরে ফেলেছেন। তিনি বলছেন, হিটম্যান এখনও নিজের সহজাত দক্ষতার উপরে নির্ভরশীল। কিন্তু আগের সময় তিনি ফেলে এসেছেন অনেক আগেই।
মুম্বইয়ের দ্বিতীয় হারের পরে জিওস্টারকে মঞ্জরেকর বলছেন, ''তিন-চার বছর আগের রোহিত শর্মা আর এখনকার রোহিত শর্মা এক নয়। নিজের কেরিয়ারের এমন এক সময়ে রোহিত শর্মা এসে পড়েছে, যেখানে প্রতিটা সকালে কঠিন পরিশ্রম করতে হবে ছন্দ ফিরে পাওয়ার জন্য। সেরা ফর্মে ফেরার জন্য ঘাম ঝরাতে হবে। সহজাত প্রতিভা এবং দক্ষতা আর আগের মতো নেই। তার উপরে ভরসা করে থাকলে আর চলবে না।''
গত কয়েকমাস ধরে রোহিতের ফর্ম নিয়ে চলছে চর্চা। ধারাবাহিক ভাবে রান করে যাওয়া বলতে যা বোঝায়, সেটা আর দেখা যাচ্ছে না। রোহিত ফিরে যাচ্ছেন দ্রুত। রান পাচ্ছেন না। বাড়ছে চাপ তাঁর উপরে। আগের সেই রোহিত শর্মা সত্যিই কি হারিয়ে গিয়েছেন?
