আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাক সংঘর্ষ বিরতিতে রাজি হওয়ায় এবার স্থগিত হওয়া আইপিএলের বল আবার গড়াবে! 

পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যেই বোর্ড আইপিএল নিয়ে বড় সিদ্ধান্ত নেবে। সমস্ত ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে বৈঠকে বসবে বোর্ড। এদিকে ভারতে থাকতে আর রাজি না হওয়ায় বিদেশি ক্রিকেটারদের অনেকেই দেশে ফিরে গিয়েছেন। ফ্র্যাঞ্চাইজিদের তরফ থেকে তাঁদের বার্তা দেওয়া হয়েছে তৈরি থাকার। 

এদিকে এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যে আইপিএলের বল গড়াবে। 

ধর্মশালায় দিল্লি বনাম পাঞ্জাব ম্যাচ নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়। সিদ্ধান্ত নেওয়া হয় ধর্মশালায় বাকি ম্যাচ আর দেওয়া হবে না। পাঞ্জাবের দ্বিতীয় হোম গ্রাউন্ড এই ধর্মশালা। 

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড চারটি ভেন্যুর কথা প্রাথমিক ভাবে স্থির করেছে। চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু ও কলকাতায় ম্যাচ ফেলার কথা  ভাবনাচিন্তা করছে বোর্ড। তবে কোনওটাই চূড়ান্ত নয়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই আইপিএল নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। স্থগিত হয়ে যাওয়া টুর্নামেন্টের বল ফের গড়াবে।