আজকাল ওয়েবডেস্ক: ১৬ মে-র মধ্যে ফের শুরু হতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। 

অর্থাৎ ভারত-পাক অশান্তির আবহে স্থগিত হয়ে যাওয়া আইপিএল-এর বল আবার গড়াতে চলেছে। কিন্তু অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা কি আসবেন? তাঁরা এবিষয়ে মৌনব্রত নিয়েছেন। ভারতে ফেরার ব্যাপারে কোনও মন্তব্য করেননি কেউই। 

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী অজি ক্রিকেটাররা আর ভারতে ফিরতে চান না। ভারত-পাক যুদ্ধের আবহে তাঁরা ফিরে গিয়েছেন দেশে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আর আইপিএল খেলার জন্য ভারতে আসতে চান না। মিচেল স্টার্ক ও তাঁর স্ত্রী অ্যালিসা হিলি অস্ট্রেলিয়ায় নামার পরে মিডিয়ার সঙ্গে আর কথা বলতে চাননি। কিন্তু স্টার্কের ম্যানেজার অস্ট্রেলিয়ার নাইন নিউজ-কে জানান, স্টার্ক আর যাবেন না ভারতে। মার্কাস স্টোয়নিস দেশে ফিরে জানান, সবাই ঠিকই আছে। কিন্তু এর বেশি কিছু বলেননি তিনি। 

২০২৫ আইপিএল খেলতে মোট ১৫ জন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ভারতে এসেছিলেন। তাঁদের মধ্যে একমাত্র গ্লেন ম্যাক্সওয়েল চোট পেয়ে সরে যান। 

এদিকে শোনা যাচ্ছে, আইপিএল ফাইনাল হতে পারে ৩০ মে বা ১ জুন। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, বাকি ম্যাচগুলি বিভিন্ন ভেন্যুতে আয়োজন করা হবে।