আজকাল ওয়েবডেস্ক: পিয়ার্স মর্গ্যানের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাক্ষাৎকার আবার শিরোনামে। তবে এবার মজা হিসেবে। অনেক বেশি হালকা মেজাজে। পুরো সাক্ষাৎকার এবং কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে। সেখানে দেখা যায়, রোনাল্ডোর ফিটনেস দেখে হতবাক মর্গ্যান। কোনও কিছু না ভেবে পর্তুগিজ তারকার অ্যাবস পরীক্ষা করে দেখার আবদার জুড়ে দেন। মর্গ্যান রোনাল্ডোকে বলেন, আপনি যদি কিছু মনে না করেন, আপনার অ্যাবস ছুঁয়ে দেখতে পারি? এটা অনেকটা গ্রানাইটে মারার মতো।' 

বয়স ৪০ ছুঁয়ে ফেললেও ফুটবলারদের মধ্যে সেরা ফিটনেস তাঁর। ব্রডকাস্টারের আবদারে প্রথমে কিছুটা হকচকিয়ে যান সিআরসেভেন। তারপর হাসিমুখে নিজের ফিটনেস মন্ত্র জানান। স্পষ্ট জানান, কিশোর জীবন থেকে নিয়মিত জিম করেন তিনি। রোনাল্ডো বলেন, 'আমি ১৪-১৫ বছর বয়স থেকে জিমে যাচ্ছি।' কেরিয়ারের সায়াহ্নে এসেও এমন ফিটনেস ধরে রাখার জন্য শৃঙ্খলাপরায়ন জীবন এবং রিকভারি রুটিনকে কৃতিত্ব দেন পর্তুগিজ তারকা। পারফরম্যান্স ধরে রাখতে পর্যাপ্ত বিশ্রামের উল্লেখ করেন তারকা ফুটবলার। আল নাসেরের তারকা দাবি করেন, তাঁর দায়বদ্ধতা এবং ধারাবাহিকতা তাঁকে বাকিদের থেকে আলাদা করে। সেই কারণেই কেরিয়ারের শেষ ল্যাপে এসেও ফুটবলটা তাঁর কাছে অতি সহজ। 

সাক্ষাৎকারে ডেভিড বেকহ্যামের সঙ্গে তুলনা হওয়ায় একটি মজার উত্তর দেন পর্তুগিজ তারকা। মর্গ্যান প্রশ্ন করেন, র‍্যাম্পে কে বেশি দৃষ্টি আকর্ষণ করবে? উত্তরে রোনাল্ডো শুধু বলেন, 'কাম অন পিয়ার্স। তোমাকে বিশ্বাস করতেই হবে। ও নিজেও সেটা জানে। ওকে দেখতে খুবই ভাল। তবে বাকিটা সাধারণ। ও স্বাভাবিক। কিন্তু আমি সাধারণ নয়। আমি পারফেক্ট।' এটা বলা মাত্র দু'জনেই হেসে লুটোপুটি খান। এই সাক্ষাৎকারে নিজের কেরিয়ার, ফিটনেস, ফুটবল পরবর্তী জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেন রোনাল্ডো।‌ কয়েকদিন আগে তিনি জানিয়েছিলেন, অবসরের মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছেন। পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান। পাশাপাশি নিজের অন্যান্য ভাল লাগার জায়গাগুলো নিয়ে এগিয়ে যেতে চান। এই সাক্ষাৎকার থেকেই বোঝা যাচ্ছে, গত ২০ বছর আন্তর্জাতিক ফুটবলের শৃঙ্গে থাকা সত্ত্বেও এখনও শীর্ষস্থান নিজের দখলে রাখতে কতটা আগ্রহী রোনাল্ডো।