আজকাল ওয়েবডেস্ক: লামিনে ইয়ামালকে বারংবার ব্যর্থ করেছেন ইন্টার মিলান গোলকিপার ইয়ান সমের। 

দুই লেগ মিলিয়ে বারবার বার্সাকে ব্যর্থ করেছেন তিনি। শেষ চারের লড়াইয়ে দুই সাক্ষাতে ৬টি গোল হজম করলেও ইন্টার মিলানকে ফাইনালে তোলার কারিগর এই সমের। সানসিরো স্টেডিয়ামের মহাপ্রাচীর বলা হচ্ছে তাঁকেই। খেলার শেষে সমের উচ্ছ্বসিত। তিনি বলেন, ''অবিশ্বাস্য এক ম্যাচ ছিল। শেষ দিকে লামিনে ইয়ামালের যে শটটা বাঁচিয়েছি, সেটা সব দিক থেকেই স্পেশ্যাল। বক্সের ভিতরে ঢুকে চকিতে শট নিয়েছিল। ভাল লাগছে ও গোল করতে পারেনি।'' 

১২০ মিনিটের টানটান উত্তেজনা। ম্যাজিকাল পারফরম্যান্সে বার্সেলোনাকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলান।

 দশ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার হাতছানি ছিল বার্সার সামনে। ২০১৫ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর আর ফাইনালে ওঠেনি স্প্যানিশ ক্লাব। কিন্তু হাতছাড়া হল। স্যান সিরোয় রুদ্ধশ্বাস ম্যাচ। ২-০ তে এগিয়ে যাওয়ার পর ২-৩ গোলে পিছিয়ে পড়ে ইন্টার মিলান। নব্বই মিনিটের শেষে ৩-৩। শেষপর্যন্ত অতিরিক্ত সময়ে ফাইনালের টিকিট সংগ্রহ করে ইতালির ক্লাব।

সমের বলেন, ''এই ম্যাচ দেখিয়ে দিয়েছে আমরা শেষ পর্যন্ত নিজেদের উপরে বিশ্বাস রেখেছি। আমরা কোনও সময়ের জন্যই বিশ্বাস হারাইনি।''