আজকাল ওয়েবডেস্ক: মেসির ছোঁয়া দেখা গেলেও হতাশা নিয়েই মাঠ ছাড়ল ইন্টার মায়ামি। টানা দুই ম্যাচে পয়েন্ট হারি্য়েছিল তারা। আজ রবিবার জয়ে ফিরল বটে ইন্টার মায়ামি। কিন্তু দিনটা যে ভাল গেল না। নিউ ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১ গোলে জয়ের দিনে সাপোর্টার্স শিল্ড জিতে নিল ফিলাডেলফিয়া। নিউ ইয়র্ক সিটিকে ০-১ গোলে হারায় তারা। তার ফলে মায়ামি বিশাল ব্যবধানে ম্যাচটা জিতলেও আক্ষেপ নিয়েই মাঠ ছাড়লমায়ামির হয়ে তাদেওজর্ডি আলবা জোড়া গোল করেন। তিনটি গোলে ছিল মেসির ছোঁয়া

এবার দ্বিতীয়বার কলকাতায় আসবেন মেসি। ১৪ বছর বাদে। ১৩ ডিসেম্বর কলকাতা মাতাবেন বিশ্ববন্দিত নায়ক। তাঁর কলকাতা সফর নিয়ে ইতিমধ্যেই পারদ চড়তে শুরু করে দিয়েছে। এর আগে একবার ভারতে এসেছিলেন মেসি। সেবার আর্জেন্টিনা কলকাতায় ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল ভেনিজুয়েলার বিরুদ্ধে। নিকোলাস ওতামেন্দির গোলে সেই ম্যাচ জেতে আলবিসেলেস্তরা। তারপর থেকে অপেক্ষা বেড়েছে। সেই অপেক্ষার এবার অবসান হতে চলেছে।  লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ফুটবল দল আগামী নভেম্বরেই কেরলে প্রীতি ম্যাচ খেলতে চলেছে বলে জানিয়েছে রাজ্যের ক্রীড়া দপ্তর। 

আরও পড়ুন:  'আমি অবসর নেব না...', নেতৃত্ব যাওয়ার দিন ভাইরাল রোহিতের মন্তব্য

তবে প্রতিপক্ষ নিয়ে এতদিন কোনও খবর না মিললে এবার সূত্র মারফত জানা যাচ্ছে, মেসিদের প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়ার নাম প্রায় নিশ্চিত হয়ে গেছে। সূত্রের খবর, নভেম্বরের ১২ থেকে ১৮ তারিখের মধ্যে যে কোনও একদিন কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচটি আয়োজিত হবে। সঠিক দিন এখনও চূড়ান্ত হয়নি। এদিকে আর্জেন্টিনা দলের সাপোর্ট স্টাফের একজন বুধবার কোচিতে পৌঁছবেন ভেন্যু পরিদর্শনের জন্য। কেরলে বিশ্বচ্যাম্পিয়নদের সফর ঘিরে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল। চলতি বছরের আগস্টের শুরুতে শোনা গিয়েছিল, আর্জেন্টিনা নাকি আসবে না। তবে মাসের শেষেই সেই জল্পনা কাটিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ঘোষণা করে, নভেম্বরে ভারতের কেরলে একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে তারা।

‘আর্জেন্টিনা জাতীয় দল, লিওনেল স্কালোনির নেতৃত্বে, ২০২৫ সালের বাকি সময়ে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে। প্রথমটি অক্টোবরের ৬ থেকে ১৪ তারিখের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে। দ্বিতীয়টি নভেম্বরে, ১০ থেকে ১৮ তারিখের মধ্যে, আঙ্গোলার লুয়ান্ডা ও ভারতের কেরলে আয়োজিত হবে। প্রতিপক্ষ ও শহর পরে ঘোষণা করা হবে’। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার কার্যত নিশ্চিত, কোচিতে মেসির আর্জেন্টিনা খেলতে নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ভারতের ফুটবলপ্রেমীদের জন্য ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে কেরল। রাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি. আব্দুর রহমান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে, এই বছরের নভেম্বর মাসে ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোতে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল এবং তাদের অধিনায়ক লিওনেল মেসি কেরালায় এক প্রীতি ম্যাচ খেলতে আসছেন।

আরও পড়ুন: হোটেলের খাবার খেয়েই তীব্র পেটে ব্যথা, ভারতে সিরিজ খেলতে এসে হাসপাতালে ঠাঁই হল অস্ট্রেলিয়ার পেস বোলারের...