আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ২৬ মিলিয়ন ডলার খরচ করে ফ্লোরিডায় জমি কিনেছেন। ব্রাজিলীয় তারকার জমি কেনার খবর উস্কে দিয়েছে নতুন এক জল্পনা। ইন্টার মায়ামিতে কি মেসির সঙ্গে নেইমারের পুনর্মিলন হবে?
ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্টিনো বলছেন, ''কেউ মায়ামিতে বাড়ি কেনার অর্থই কি এখানে খেলতে আসা?'' প্রশ্ন ছুড়ে দিয়েছেন মার্টিনো। তিনি আরও বলছেন, ''এমএলএসের নিয়ম বেশ কড়া। এর নিয়ম ভাঙা কঠিন, যদি না নিয়ম পরিবর্তন করে। নেইমারকে দলে নেওয়া এককথায় অসম্ভব।''
'ওয়াল স্ট্রিট জার্নাল'-এর প্রতিবেদন অনুযায়ী, নেইমারের জমি কেনার খবরের পরই তাঁকে নিয়ে চর্চা শুরু হয়েছে। এই জমিতে ১৩ হাজার বর্গফুটের বাড়ি তৈরির পরিকল্পনা করেছেন ব্রাজিলীয় তারকা।
পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেওয়ার পর সময়টা ভাল যায়নি নেইমারের। ৫টি ম্যাচ খেলার পর চোটের কবলে পড়েন নেইমার। চোট সারিয়ে মাঠেও ফিরেছেন নেইমার। ২০২৫ পর্যন্ত আল হিলালের সঙ্গে চুক্তি রয়েছে নেইমারের। তার পরে নেইমারের ভবিষ্যৎ কী? মেসি-সুয়ারেজ ও নেইমারের ত্র্যহস্পর্শে কাঁপত প্রতিপক্ষ। কিন্তু মার্টিনো নিজেই সেই সম্ভাবনায় জল ঢেলে দিলেন।
