আজকাল ওয়েবডেস্ক: লিও মেসি মানেই ম্যাজিক। তিনি মাঠে নামলেই খবর। কেরিয়ারের এই পড়ন্ত বেলাতেও মেসি ছড়িয়ে দিয়ে যাচ্ছেন রোদ্দুর। সেই রোদের তেজ গনগনে নয় ঠিকই কিন্তু তার আলো মন ভাল করে দেয়। 

মেসি মাঠে ফিরলেন। এবং ফেরার দু'মিনিটের মধ্যেই গোল করলেন। তিনি যখন মাঠে নামছেন, তখন খেলার বয়স ৫৫ মিনিট। তার মিনিট দুয়েকের মধ্যেই গোল। দর্শকরা খুশি। মেসি গোল করলে সবার মধ্যেই ছড়িয়ে পড়ে আনন্দ, ভাল লাগা। ইন্টার মায়ামির অন্যতম স্বত্বাধিকারী ডেভিড বেকহ্যামও সেই গোল দেখে স্থির থাকতে পারলেন না। শিশুর মতো হাততালি দিতে শুরু করেন। 

মেসি তো এরকমই। বল পায়ে তিনি একটা ঘটনা। আগে থাকতে কিছু স্থির করে রাখেন না। কিন্তু পায়ে বল পড়লেই তিনি হয়ে ওঠেন অস্বাভাবিক। তখন তাঁকে রোখে কার সাধ্যি! 

মেসির গোলটি ইন্টার মায়ামির দ্বিতীয় গোল। পরে অবশ্য একটি গোল খায় মায়ামি। তাতেও জিততে সমস্য হয়নি।  মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে দিল মেসির মায়ামি। 

প্রথম একাদশে রাখা হয়নি মেসিকে। চোটের জন্য জাতীয় দলের হয়ে দুটি ম্যাচে নামেননি তিনি। এই ম্যাচে মায়ামির কোচ মাসচেরানো ৫৫ মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নামান মেসিকে। আর নামার ২ মিনিটের মধ্যেই মেসি ম্যাজিক। এমন ম্যাজিকই তো বারবার দেখতে চান সবাই।