আজকাল ওয়েবডেস্ক: মালয়েশিয়াকে হারাতে পারেন না গুরপ্রীত সিং সান্ধুরা। কোনও মতে ড্র করেন। চলতি বছর ভারতীয় ফুটবল একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি। কী হচ্ছে ভারতীয় ফুটবলের! এই যখন পরিস্থিতি মানোলো মার্কেজের ভারতীয় ফুটবলের, তখন ইন্দোনেশিয়া আবাক করছে বিশ্ব ফুটবলকে।৭১ ধাপ এগিয়ে থাকা সৌদি আরবকে হারিয়ে দিয়ে চমক দেখাচ্ছে ইন্দোনেশিয়া। ওরা পারে, আমরা পারি না। গুরপ্রীত সিংরা আইএসএলেই সুন্দর।
বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে ইন্দোনেশিয়া ২-০ গোলে হারাল সৌদি আরবকে। ইন্দোনেশিয়ার হয়ে দুটি গোলই করেন ইংলিশ ক্লাব অক্সফোর্ড ইউনাইটেডে খেলা মার্সেলিনো ফার্দিনান।
ইন্দোনেশিয়া জেতার পরে একটা পরিসংখ্যান ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে আড়াই বছরে এই ইন্দোনেশিয়া অসাধ্য সাধন করছে। যে কোনও এশিয়ান দল এমন করতে পারলে গর্বিত হবে।
২০২২ সালের জুন মাসে এই ইন্দোনেশিয়া গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশের সঙ্গে। সেই বছরেরই নভেম্বরে কাতার বিশ্বকাপে সৌদি আরব ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে। এই বছরের সেপ্টেম্বরে ইন্দোনেশিয়া ও সৌদি আরবের বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম সাক্ষাতে খেলার ফল ছিল ১-১।
চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়াকে রুখে দেয় ইন্দোনেশিয়া। গোলশূন্য ড্র হয় সেই ম্যাচ। এদিন ইন্দোনেশিয়া ২-০ গোলে মাটি ধরাল সৌদিকে। যে সৌদি লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমারের মতো তারকারা খেলেন, সেই দেশকেই ইন্দোনেশিয়া হারাল। এই আড়াই বছরের ইতিহাস বলছে ইন্দোনেশিয়ার ফুটবলের বিপ্লব ঘটে গিয়েছে। আন্তর্জাতিক ফুটবলে এর আগে সৌদি ও ইন্দোনেশিয়া মুখোমুখি হয়েছিল ১৩ বার। ১১ বারই জিতেছে সৌদি আরব।
বিশ্বকাপের যোগ্যতা পর্বে ৬টি ম্যাচ থেকে ইন্দোনেশিয়ার সংগ্রহ ৬ পয়েন্ট। সৌদিরও পয়েন্ট ৬। অস্ট্রেলিয়া ও চীনও একই পয়েন্টে দাঁড়িয়ে।
