আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের ছায়া কি মহিলাদের বিশ্বকাপে পড়তে চলেছে? এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যে তিনবার সাক্ষাৎ হয়েছে। আর এই তিনবারই ভারত জিতেছে। একবারও ক্রিকেটাররা হ্যান্ডশেক করেননি। ফাইনালের আগে ফটোশুটে সলমন আল আঘার সঙ্গে দেখা যায়নি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে। তার পরেও চলেছে নাটক।
আজ রবিবার সুপার সানডে। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মহিলা দলের খেলা। পুরুষদের ভারত-পাক ম্যাচে যেরকম টেনশন, আবেগ কাজ করে, মহিলাদের ক্রিকেটে সেরকম দেখা যায় না। কিন্তু দুই দেশের রাজনৈতিক সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে। ফলে মহিলাদের বিশ্বকাপে দুই প্রতিবেশি দেশের মধ্যে লড়াইয়ে এমন দৃশ্যের অবতারণা যে হবে না, তা বলা যায় না। গোটা ক্রিকেটবিশ্ব তাকিয়ে রয়েছে মহিলাদের ভারত-পাক ম্যাচের দিকে।
আরও পড়ুন: 'আমরা এক বছরও দিতে পারলাম না ওকে', নেতৃত্ব থেকে রোহিতকে সরানোয় নির্বাচকদের কটাক্ষ কাইফের
এশিয়া কাপ শেষ হয়ে গেলেও তার জের এখনও চলছে। এশিয়া কাপ জেতার পর ভারতের ট্রফি নিয়ে পালিয়েছেন পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, তিনি দেখেছেন নকভি ট্রফি নিয়ে পালাচ্ছেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব সইকিয়াও জানিয়েছেন, আইসিসি-র পরবর্তী সম্মেলনে নকভির বিরুদ্ধে তারা নালিশ জানাবেন।
নকভিকে নিয়ে ভারতীয়দের মনে যতই অসন্তোষ থাকুক না কেন, নিজের দেশে তিনি এখন বীরের সম্মান পাচ্ছেন। ‘শহীদ জুলফিকার আলি ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল’ পুরস্কারে সম্মানিত করা হচ্ছে তাকে। 'নৈতিক ও সাহসী’ পদক্ষেপের জন্য এই স্বীকৃতি পাচ্ছেন মহসিন নকভি।
পাকিস্তানের 'দ্য নেশন' পত্রিকার খবর অনুযায়ী, সিন্ধ ও করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রধান অ্যাডভোকেট গুলাম আব্বাস জামাল নকভিকে এই সম্মান দেওয়ার কথা ঘোষণা করেছেন।
এদিকে নকভি ভারত বিরোধী পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তাঁকে নিয়ে তীব্র ক্ষোভ ঘণীভূত হয়েছিল ভারতীয়দের মনে। পাকিস্তান কিন্তু মনে করছে, দেশকে গর্বিত করেছেন তিনি। করাচিতে জমকালো আয়োজন করে নকভিকে এই স্বর্ণপদক দেওয়া হবে। এর জন্য় কমিটিও গঠন করা হয়েছে। মহসিন নকভি ভারতকে ট্রফি না দিয়ে চলে যাওয়ায় ধিক্কৃত হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। চোর অপবাদ দেওয়া হয়েছে তাঁকে। সেই মহসিন নকভিকে দেশে স্বর্ণপদকে ভূষিত করা হবে।
এশিয়া কাপে কম বিতর্ক হয়নি। তিন-তিনটি ম্যাচে পাকিস্তান হার মেনেছে ভারতের কাছে। এর মধ্যে রয়েছে ফাইনালও। হয়েছে হ্যান্ডশেক বিতর্ক। ফাইনালের আগে ফটোশুটে দেখা যায়নি দুই দলের ক্যাপ্টেনকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তাই। ভারত চ্যাম্পিয়নের ট্রফি নিতে অস্বীকার করে। পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা আরও ন্যক্করজনক ঘটনা ঘটিয়েছেন। সর্বসমক্ষে তিনি রানার্স আপের চেক ছুড়ে ফেলে দিয়েছেন। ৭৫ হাজার মার্কিন ডলারের চেক সলমন আলি আঘার হাতে তুলে দেন মহসিন নকভি। মঞ্চ থেকে নেমে যাওয়ার সময়ে সলমন আলি আঘা সেই চেক ছুড়ে ফেলে দেন। তাঁর কাণ্ড দেখে মঞ্চে উপস্থিত সবাই হতবাক।
টানটান উত্তেজনার ফাইনালের শেষেও রইল টানটান নাটক। পাকিস্তানকে চরম শিক্ষা দিল ভারতীয় ক্রিকেটাররা। দুবাইয়ের রাতে সূর্যোদয়ের এক ঘণ্টা পরে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঞ্চে তখন ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের ধর্নুভাঙা পণ। কিছুতেই নকভির হাত থেকে তাঁরা ট্রফি নেবেন না। শেষমেশ চূড়ান্ত অসম্মানিত-অপমানিত নকভি ট্রফি নিয়েই চলে গেলেন। ভারতীয় ক্রিকেটাররা ট্রফি ছাড়াই উদযাপন করেন।
আরও পড়ুন: 'পাকিস্তান ক্রিকেট ধ্বংস করছে নকভি', স্বর্ণপদক পেতে চলা পিসিবি প্রধানকে বেনজির আক্রমণ ইমরানের ...
