আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে। বুধবার এই বিষয়ে বৈঠকে বসবে আইসিসি। এদিনই বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। তারই মধ্যে আর্তনাদ বাংলাদেশের তারকা ব্যাটারের। বিশ্বকাপ খেলা নিয়ে অধিনায়ক লিটন দাস কোনও মন্তব্য করতে না চাইলেও, কোনও রাখঢাক করেননি নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ সরকার এবং ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থানে অনড়। জানিয়ে দিয়েছে, ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না বাংলাদেশ। তবে এমন চান না বাংলাদেশের তারকা ক্রিকেটার। বাংলাদেশ প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগের দিন, নিজের আর্তি জানালেন শান্ত।
বাংলাদেশের তারকা ক্রিকেটার জানান, বাংলাদেশের ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে এই বিষয়ে কোনও কথা হয়নি তাঁদের। তবে ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে চায়। শান্ত বলেন, 'এই নিয়ে কথা বলার সুযোগ হয়নি। আমরা যারা বাংলাদেশের ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত, সবাই ম্যাচ নিয়ে ব্যস্ত ছিলাম। তারমধ্যে সম্প্রতি এমন কিছু ঘটেছে যা প্লেয়ারদের মানসিকভাবে বিপর্যস্ত করেছে। খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা।' শান্ত আরও জানান, বিশ্বকাপ খেলার সুযোগ তাঁরা কোনওভাবেই হাতছাড়া করতে চায় না। শান্ত বলেন, 'ক্রিকেটার হিসেবে আমরা সবসময় খেলতে চাই। বিশ্বকাপের মতো ইভেন্ট হলে কোনও কথাই নেই। এমন সুযোগ সবসময় আসে না। বিশ্বকাপ আলাদা। আমার কাছে এটা বিরাট বড় সুযোগ। আমরা ভাল ক্রিকেট খেলতে চাই।'
বুধবার বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। তারকা ক্রিকেটার জানান, এই বিষয়ে তাঁরা পুরোপুরি অন্ধকারে। শান্ত বলেন, 'ভেতর ভেতর কী হচ্ছে আমার কিছুই জানি না। তাই এই বিষয়ে মন্তব্য করতে পারব না। তবে প্লেয়ার হিসেবে আমরা অবশ্যই খেলতে চাই। বিশ্বকাপ খেলা প্লেয়ারদের জন্য খুবই ভাল।' এর আগে লিটন দাসও বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে। জানান, ভারতে খেলতে না যাওয়া নিয়ে তাঁদের সঙ্গে কোনরকম আলোচনা করেনি বাংলাদেশে ক্রিকেট বোর্ড। লিটন বলেন, 'আমাদের থেকে কিছু জানতে চাওয়া হয়নি।' এতদিন বিভিন্ন রিপোর্টে শোনা যাচ্ছিল, এবার তাতে সিলমোহর পড়ে। বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে না আসায় সিদ্ধান্তকে সমর্থন জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসিকে সেটা লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রের খবর, এই বিষয়ে সমর্থনের জন্য পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ।
