ভ্রমণপিপাসু বাঙালির কাছে বিশাখাপত্তনম বা ভাইজাগ বরাবরের পছন্দের। তবে এই শীতের মরসুমে নীল জলরাশির এই শহর যেন একটু বেশিই মায়াবী। কেন এখন টিকিট কাটবেন?
2
7
গরম বা প্যাচপ্যাচে ঘাম নেই। বরং সমুদ্রের ফুরফুরে হাওয়া আর মিঠে রোদ ভাইজাগে। শহর ঘোরার জন্য এমন মনোরম আবহাওয়া বছরের অন্য সময়ে মেলা ভার।
3
7
কুয়াশার চাদর মোড়া পাহাড় আর মাইলের পর মাইল কফি বাগান- শীতের আরাকু ভ্যালি যেন স্বপ্নপুরী। পাহাড়ি বাঁক ধরে ট্রেন বা গাড়িতে এই সফর আপনার স্মৃতিতে অমলিন হয়ে থাকবে।
4
7
ঋষিকোন্ডা বা রামকৃষ্ণ বিচের শান্ত জলরাশি পর্যটকদের জন্য আদর্শ। সার্ফিং হোক বা স্পিড বোট- রোমাঞ্চের স্বাদ নিতে এই সময়ের জুড়ি নেই।
5
7
সমুদ্রতীরেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আইএনএস কুরুসুরা। ভারতের নৌ-শক্তির ইতিহাস চাক্ষুষ করতে এই খোলা আবহাওয়ায় সাবমেরিনের ভিতরে ঘুরে দেখা বেশ রোমাঞ্চকর।
6
7
রোপওয়েতে চড়ে যখন কৈলাসগিরি পাহাড়ের মাথায় পৌঁছাবেন, পায়ের নিচে দেখা যাবে গোটা শহর আর বঙ্গোপসাগর। মেঘমুক্ত আকাশ থাকায় এই সময় শহর আর সমুদ্রের নীল মিলেমিশে একাকার হয়ে যায়।
7
7
শীত মানেই তো পিকনিক। টেননেটি পার্ক বা শহরের অন্যান্য সাজানো বাগানগুলো এখন রীতিমত উৎসবে মুখর। সেই সঙ্গে অন্ধ্র খাবারের ঝাল-মিষ্টি স্বাদ জিভে জল আনতে বাধ্য।