আজকাল ওয়েবডেস্ক: আইপিএল ২০২৬ এর সূচি ঘোষণা করতে পারছে না বিসিসিআই।‌ বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা জানান, নির্বাচনের তারিখ ঘোষণার জন্য অপেক্ষা করছে তাঁরা। বিভিন্ন রাজ্যে নির্বাচনের তারিখ ঘোষণার পরই চূড়ান্ত সূচি জানানো হবে। তার আগে ভেন্যু ঠিক করতে পারছে না বোর্ড। এর আগেও নির্বাচনের জন্য বেশ কয়েকবার আইপিএলের সূচি বদলাতে হয়েছে। এবার সেটা চায় না বোর্ড। তাই নির্বাচনের তারিখ ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে। রাজীব শুক্লা বলেন, 'আমরা আইপিএলের সূচি নিয়ে কাজ করছি। তবে আমরা সরকারের পক্ষ থেকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার অপেক্ষায়। সেটা নিশ্চিত হলে, তারপরই আমরা আইপিএলের সূচি চূড়ান্ত করতে পারব। আমরা সবকিছু সুষ্ঠুভাবে করার চেষ্টা করছি। যাতে ম্যাচের দিনের সঙ্গে নির্বাচনের কোনও সংঘাত না হয়।' 

দেশের বিভিন্ন রাজ্যে নির্বাচন রয়েছে। এই তালিকায় আছে পশ্চিমবঙ্গ, অসম এবং তামিলনাড়ু। নির্বাচনের প্রভাব পড়তে পারে কলকাতার ইডেন গার্ডেনে। ক্রিকেটের নন্দনকানন কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড। এছাড়াওগুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ রাখা নিয়ে সমস্যা হতে পারে। এই মাঠে রাজস্থান রয়্যালসের হোম ম্যাচগুলো হয়। চেন্নাই সুপার কিংস খেলে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে।

রাজীব শুক্লা জানান, রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু‌কে তাঁদের হোম ভেন্যু নিশ্চিত করতে বলা হয়। রাজীব শুক্লা বলেন, 'আমরা আরসিবি এবং রাজস্থান রয়্যালসকে বলেছি, এক সপ্তাহের মধ্যে হোম ভেন্যু নির্দিষ্ট করে আমাদের জানাতে। ওরা ভেন্যু ঠিক করলে, আমরা সেই অনুযায়ী সূচি প্রস্তুত করব। তাই বর্তমানে নির্বাচনের সূচি ঘোষণার পাশাপাশি আমরা ওদের ভেন্যু নির্দিষ্ট করার জন্য অপেক্ষা করছি।' আগের সপ্তাহে বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে শর্তসাপেক্ষে আইপিএলের ম্যাচ আয়োজনের অনুমতি পেয়ে গিয়েছে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। কিন্তু জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে এখনও খেলার অনুমতি পায়নি রাজস্থান রয়্যালস।