আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে না বুমরাকে। যদি সেটাই হয়, তাহলে বড় সড় ধাক্কা খাবে টিম ইন্ডিয়া। 

বর্ডার-গাভাসকর ট্রফির সিডনি টেস্ট চলাকালীন পিঠে ব্যথা অনুভব করায় দ্বিতীয় ইনিংসে আর বলই করতে পারেননি।  

তা নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে দুষেছেন হরভজন সিংয়ের মতো প্রাক্তন ক্রিকেটার। 

দিনকয়েকের মধ্যেই বেঙ্গালুরুতে এনসিএ-তে যাবেন তিনি। তাঁর পিঠ ফুলে রয়েছে। আর এই করাণেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামা হবে না ভারতের তারকা বোলারের। 

জানা গিয়েছে, দীর্ঘ সময় তাঁকে মাঠের বাইরে থাকতে হতে পারে। ১৯ ফেব্রুয়ারি থেকে বল গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির। ভারতের ম্যাচগুলো পড়েছে দুবাইয়ে। শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে। একটি সূত্র থেকে জানানো হয়েছে, বুমরার সব মেডিক্যাল রিপোর্ট পাওয়া যায়নি। এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু ভাল নয়। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৫ জনের দলে বুমরাকে রাখা হয় কিনা সেটাই দেখার। বা তাঁকে রিজার্ভে রাখা হয় কিনা সেদিকেও নজর রাখবেন ক্রিকেটপ্রেমীরা। 

বর্ডার-গাভাসকর ট্রফিতে বুমরা ১৫১.২ ওভার বল করেছেন। উইকেট নিয়েছেন ৩২টি। প্লেয়ার অফ দ্য সিরিজ হন বুমরা। তাঁর নেতৃত্বে পারথে জিতেছিল ভারত। সিডনিতেও বুমরার হাতেই ছিল নেতৃত্বের আর্মব্যান্ড। কিন্তু শেষ মেশ তাঁর পক্ষে  আর বল করা সম্ভব হয়নি। ভারত সিরিজ হারে ৩-১-এ। এরপরেও খারাপ রয়েছে ভারতীয় ক্রিকেটের জন্য। পরিস্থিতি এখন যেরকম, সেরকম থাকলে বুমরাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হতে পারে ভারতকে।