আজকাল ওয়েবডেস্ক: হতাশ করলেন শরথ কমলরা। প্রি-কোয়ার্টার ফাইনালে চীনের কাছে হেরে বিদায় নিল ভারতের পুরুষদের টেবিল টেনিস দল। মঙ্গলবার ০-৩ এ হারে ভারতীয় দল। মনিকা বাত্রারা কোয়ার্টারে ফাইনালে উঠলেও পুরুষদের দল এদিন ব্যর্থ। দলগত বিভাগ থেকে ছিটকে ফেলেন শরথরা। প্রথম ম্যাচে হেরে যায় হরমীত দেশাই এবং মানব ঠাক্কার। চীনের জুটি মা লং, চুকিন ওয়াংয়ের কাছে হারলেন ভারতীয় জুটি। স্ট্রেট গেমে হার। প্রতিরোধ গড়তেই পারেনি। ম্যাচের ফলাফল ২-১১, ৩-১১, ৭-১১।
দ্বিতীয় ম্যাচে শুরুটা ভাল করেন শরথ কমল। গতবারের অলিম্পিক চ্যাম্পিয়ন ফ্যান জেনডংয়ের বিরুদ্ধে প্রথম গেম ১১-৯ এ জেতেন ভারতীয় প্যাডলার। তবে দারুণভাবে ম্যাচে ফেরেন চীনের প্রতিপক্ষ। পরের তিনটে গেম ১১-৭, ১১-৭, ১১-৫ এ জেতেন। ০-২ তে পিছিয়ে পড়ে ভারত। মেয়েদের দলগত বিভাগে শেষ ষোলোর লড়াইয়ে ২-০ তে এগিয়ে গিয়েছিলেন মনিকা বাত্রারা। কিন্তু ছেলেদের ক্ষেত্রে ঠিক উল্টো। ভারতকে লড়াইয়ে টিকিয়ে রাখার দায়িত্ব ছিল মানব ঠাক্করের ওপর। কিন্তু চিনা চ্যালেঞ্জের মুখে টিকতে পারেনি ২৪ বছরের ভারতীয় প্যাডলার। ৯-১১, ৬-১১, ৯-১১ গেমে হারেন তিনি। প্রসঙ্গত, সোমবার রোমানিয়াকে ৩-২ এ হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন মনিকা বাত্রা, সৃজা আকুলা এবং অর্চনা কামাত।
দ্বিতীয় ম্যাচে শুরুটা ভাল করেন শরথ কমল। গতবারের অলিম্পিক চ্যাম্পিয়ন ফ্যান জেনডংয়ের বিরুদ্ধে প্রথম গেম ১১-৯ এ জেতেন ভারতীয় প্যাডলার। তবে দারুণভাবে ম্যাচে ফেরেন চীনের প্রতিপক্ষ। পরের তিনটে গেম ১১-৭, ১১-৭, ১১-৫ এ জেতেন। ০-২ তে পিছিয়ে পড়ে ভারত। মেয়েদের দলগত বিভাগে শেষ ষোলোর লড়াইয়ে ২-০ তে এগিয়ে গিয়েছিলেন মনিকা বাত্রারা। কিন্তু ছেলেদের ক্ষেত্রে ঠিক উল্টো। ভারতকে লড়াইয়ে টিকিয়ে রাখার দায়িত্ব ছিল মানব ঠাক্করের ওপর। কিন্তু চিনা চ্যালেঞ্জের মুখে টিকতে পারেনি ২৪ বছরের ভারতীয় প্যাডলার। ৯-১১, ৬-১১, ৯-১১ গেমে হারেন তিনি। প্রসঙ্গত, সোমবার রোমানিয়াকে ৩-২ এ হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন মনিকা বাত্রা, সৃজা আকুলা এবং অর্চনা কামাত।
