আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেট অর্থনীতিতে আমূল পরিবর্তন আসতে চলেছে। গত সপ্তাহে অনলাইন মানি গেমিং নিষিদ্ধ ঘোষিত হওয়ায় ভারতীয় ক্রিকেটাররা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে চলেছেন। এশিয়া কাপে হয়তো জার্সি স্পনসর ছাড়াই খেলবে ভারত। বর্তমানে ভারতীয় দলের জার্সি স্পনসর ড্রিম ইলেভেন। অনলাইন গেমিং বিল অনুমোদন হওয়ায় বড় ধাক্কা খেয়েছে ড্রিম ইলেভেন।
২০২৩ সালে ৩৫৮ কোটি টাকার বিনিময়ে জাতীয় দলের জার্সি স্পনসর হয় ড্রিম ইলেভেন। ২১ আগস্ট অনলাইন গেমিং বিল অনুমোদিত হয়। আর তাতেই অনলাইন মানি গেমিং নিষিদ্ধ ঘোষিত হওয়ায় ড্রিম ইলেভেন বড় সড় ধাক্কা খেয়েছে।
আইপিএল-ও মাই১১ সার্কেলের সঙ্গে ১২৫ কোটি টাকার চুক্তি করে বসে রয়েছে। নতুন আইনের পরে তা নিয়েও আশঙ্কা দেখা গিয়েছে। কেবল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নয়, ব্যক্তিগত পর্যায়ে ভারতীয় ক্রিকেটাররাও আর্থিক ক্ষতির মুখে পড়বেন। ক্রিকেট সংক্রান্ত একটি প্রতিবেদন অনুয়ায়ী, ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে স্পনসরশিপ চুক্তি বাতিল হওয়ার ফলে সম্মিলিতভাবে ১৫০-২০০ কোটি টাকা ক্ষতির আশঙ্কা রয়েছে।
মোবাইল প্রিমিয়ার লিগ (এমপিএল) এর সঙ্গে বিরাটের অংশীদারিত্বের মূল্য ছিল প্রায় ১০-১২ কোটি টাকা। রোহিত এবং ধোনি যথাক্রমে ড্রিম১১ এবং উইঞ্জোর সঙ্গে ৬-৭ কোটি টাকার চুক্তি করেছিলেন। জসপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ডিয়া, কেএল রাহুল, ঋষভ পন্থ, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল-সহ আরও বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে চুক্তি রয়েছে গেমিং কোম্পানিগুলোর।
এদিকে জার্সি স্পনসর থেকে ড্রিম ইলেভেন সরে দাঁড়ানোর পরে এক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, ইতিমধ্যেই দু’টি সংস্থা ভারতীয় দলের টাইটেল স্পনসর হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা টয়োটা মোটর কর্পোরেশন এবং একটি ফিনটেক স্টার্টআপ। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক টেন্ডার প্রক্রিয়া শুরু হয়নি। ওই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, এশিয়া কাপের জন্য ড্রিম ইলেভেনের লোগো-সহ টিম ইন্ডিয়ার জার্সি ছাপানো হয়ে গিয়েছিল। কিন্তু সেই জার্সি ব্যবহার করা হবে না বলে নিশ্চিত করেছে বিসিসিআই।
ড্রিম ইলেভেনের ধাক্কা খাওয়া নতুন কোনও ঘটনা নয়। ভারত ক্রিকেট দলের জার্সি স্পনসর হওয়া একাধিক কোম্পানিকে আগে সরতে হয়েছে। সেই তালিকায় এবার যোগ হল ড্রিম ইলেভেন। বিরাট কোহলি-রোহিত শর্মাদের গত ৫টি জার্সি স্পনসরকেই সরতে হয়েছে। ড্রিম ইলেভেনের পরিবর্তে হয়তো এখন নতুন কোনও কোম্পানির দ্বারস্থ হবে বিসিসিআই। শোনা যাচ্ছে টয়োটার নাম।
ড্রিম ইলেভেনের আগে ভারতের স্পনসর ছিল বাইজুস। ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত স্পনসর ছিল এই গোষ্ঠী। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ১৫৮ কোটি টাকা বকেয়ার দাবিতে মামলা। যা এখনও বিচারাধীন। অতীত থেকে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের টাইটেল স্পনসরগুলোর পরিণতি প্রায় একই। এবার ঠিক এশিয়া কাপের আগেই যত কাণ্ড। দল নির্বাচন নিয়ে চর্চা চলছে। তার মধ্যেই ড্রিম ইলেভেনের সরে যাওয়া।
আরও পড়ুন: একাধিক সুযোগ নষ্ট, পিয়ারলেসের কাছে হেরেও লিগ শীর্ষেই থাকল ইউকেএসসি
