আজকাল ওয়েবডেস্ক: গার্হস্থ্য হিংসা এবং যৌতুক নিয়ে এবার মুখ খুললেন অমিত মিশ্র। কয়েকদিন আগে তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল। বিভিন্ন মিডিয়া রিপোর্টে জানানো হয়েছিল, অমিত মিশ্রর স্ত্রী স্পিনারের এবং তাঁর পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ করেছে। এই অভিযোগ অস্বীকার করলেন তারকা স্পিনার। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি টাকা দাবি করেছে তাঁর স্ত্রী। পাশাপাশি দাবি করেন, তাঁদের বিয়ের সময় মিশ্রর পরিবার ১০ লক্ষ টাকা যৌতুক এবং গাড়ি দাবি করেছিল। এই অভিযোগ সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন বলে দাবি করেন অমিত মিশ্র। তাঁর নাম অপব্যবহারের জন্য পাল্টা আইনি পদক্ষেপের হুমকি দেন।
অমিত মিশ্র বলেন, 'মিডিয়ায় যা প্রকাশিত হয়েছে সেই নিয়ে আমি চূড়ান্ত হতাশ। আমি সবসময় মিডিয়াকে সম্মান করি। ভুল খবরে আমার ফটো ব্যবহার করা হয়েছে। এগুলো মানা যায় না। অপ্রাসঙ্গিক খবরে আমার ছবি ব্যবহার কোনওভাবেই মানা যায় না। এগুলো দ্রুত বন্ধ হওয়া উচিত। নয়তো আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব।' নিজের এক্স হ্যান্ডেলে এমন লেখেন অমিত মিশ্র। আইপিএলে চারটে ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ভারতীয় স্পিনার। ডেকান চারজার্স, দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ এবং লখনউ সুপার জায়ান্টস। ১৬২ ম্যাচে ১৭৪ উইকেট নেন। ইকোনমি রেট ৭.৩৭। আইপিএলের ইতিহাসে একমাত্র বোলার হিসেবে তিনটে হ্যাটট্রিক রয়েছে তাঁর। প্রত্যেকবারই নতুন দলের হয়ে।
